‘৭৫-এ অবসর নেবেন না, এ কথাও বলেননি মোদী’, ফের প্রধানমন্ত্রী বিতর্ক উসকে দিলেন কেজরী

ঈপ্সা চ্যাটার্জী |

May 16, 2024 | 11:16 AM

Arvind Kejriwal on PM Modi: জেল থেকে বেরিয়েই এমন চাঞ্চল্যকর দাবি করেছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল। বিজেপির তরফে কেজরীর এই দাবি উড়িয়ে দেওয়া হলেও, আজ ফের একই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

৭৫-এ অবসর নেবেন না, এ কথাও বলেননি মোদী, ফের প্রধানমন্ত্রী বিতর্ক উসকে দিলেন কেজরী
অরবিন্দ কেজরীবাল ও অখিলেশ যাদব।

Follow Us

লখনউ: বিজেপি ক্ষমতায় এলে ২০২৫ সালেই বদলে যাবে প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদীকে সরিয়ে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। জেল থেকে বেরিয়েই এমন চাঞ্চল্যকর দাবি করেছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল। বিজেপির তরফে কেজরীর এই দাবি উড়িয়ে দেওয়া হলেও, আজ ফের একই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অখিলেশ যাদবকে পাশে নিয়ে কেজরীবাল বলেন, “প্রধানমন্ত্রী মোদী তো কখনও বলেননি যে তিনি ৭৫-এ অবসর নেবেন না।”

দিল্লি আবগারি মামলায় হাজতবাস করতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে। ভোটের মাঝেই তিনি জামিন পান। আর জেল থেকে বেরিয়েই তাঁর সবথেকে বিস্ফোরক দাবি ছিল, বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী পরিবর্তন হবে। মোদীকে সরিয়ে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদী নিজেই বিজেপির অন্দরে এই নিয়ম তৈরি করেছেন যে ৭৫ বছরের পর নেতাদের অবসর নিতে হবে। আগামী বছর ৭৫-এ পা দেবেন প্রধানমন্ত্রীও। তবে কি তিনিও এই নিয়ম মেনে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাবেন?

অমিত শাহ থেকে শুরু করে বিজেপির নেতারা কেজরীবালের এই দাবি উড়িয়ে দিলেও, এ দিন উত্তর প্রদেশ থেকে ফের একই তত্ত্ব তুলে ধরলেন কেজরীবাল। বললেন, “প্রধানমন্ত্রী তো ৭৫-এ অবসর নেবেন না, এমনও বলেননি। গোটা দেশ বিশ্বাস করে যে প্রধানমন্ত্রী তাঁর অবসরের বয়সের নিয়ম ভাঙবেন না।”

এ দিনের সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরীবাল আরও বলেন, “অমিত শাহের প্রধানমন্ত্রী হওয়ার মঞ্চ তৈরি  হয়ে গিয়েছে। ওঁর (অমিত শাহ) জন্য বিজেপি সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে দিয়েছে, তা সে শিবরাজ চৌহান হোক বা ডঃ রমন সিং, বসুন্ধরা রাজে, মনোহর লাল খট্টর, বা দেবেন্দ্র ফড়ণবীস। এখন ওঁকে একমাত্র চ্যালেঞ্জ করার মতো রয়েছে যোগী আদিত্যনাথ। তাঁকেও ২-৩ মাসে সরিয়ে দেওয়া হবে।”

 

Next Article