Arvind Kejriwal: জেল থেকে কেজরীবাল পাঠালেন বিশেষ চিরকুট, কী লেখা তাতে?

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 24, 2024 | 9:58 AM

Arvind Kejriwal: কেজরীবালের গ্রেফতারির পরই আম আদমি পার্টির তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না অরবিন্দ কেজরীবাল। জেল থেকেই তিনি সরকার চালাবেন। শনিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মানও জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জেল থেকেই সরকার চালাবেন।

Arvind Kejriwal: জেল থেকে কেজরীবাল পাঠালেন বিশেষ চিরকুট, কী লেখা তাতে?
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: যেমন কথা, তেমন কাজ। জেলে বসেই সরকার চালাচ্ছেন অরবিন্দ কেজরীবাল। ইডি হেজাফতে থেকেই তিনি সরকার পরিচালনের নির্দেশ দিলেন। সূত্রের খবর, জেল থেকে বসেই তিনি একটি নোট পাঠিয়েছেন। দিল্লির জল দফতরের জন্য নোটিস পাঠিয়েছেন। আজ, দিল্লির মন্ত্রী অতিশি কেজরীবালের পাঠানো ওই নোট নিয়ে সাংবাদিক বৈঠক করবেন।

গত বৃহস্পতিবার, ২১ তারিখ ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, কেজরীবালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেফতার হলেন।

সূত্রের খবর, জেল থেকেই সরকারি কাজ চালানোর জন্য বিশেষ নোট পাঠিয়েছেন কেজরীবাল। জল বিভাগের জন্য তিনি বিশেষ নির্দেশ জারি করেছেন। আজ, দিল্লির মন্ত্রী সাংবাদিক সম্মেলন করবেন। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ পড়ে শোনাবেন এবং বিস্তারিত তথ্য জানাবেন।

কেজরীবালের গ্রেফতারির পরই আম আদমি পার্টির তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না অরবিন্দ কেজরীবাল। জেল থেকেই তিনি সরকার চালাবেন। শনিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মানও জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জেল থেকেই সরকার চালাবেন। জেলেই তার জন্য অফিস তৈরি করা হবে। এর জন্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া হবে।

তিনি আরও বলেন, “কেজরীবালের জায়গা কেউ নিতে পারবে না। দুর্নীতি বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি দল গঠন করেছিলেন। কেউ তাঁকে আটকাতে পারবে না। আর জেল থেকে সরকার চালানো যাবে না, এমন কোথাও লেখা নেই। যতক্ষণ না তিনি দোষী সাব্যস্ত হচ্ছেন, তিনি জেল থেকে সরকার চালাতে পারবেন না।”

প্রসঙ্গত, আগামী ২৮ মার্চ অবধি কেজরীবালকে ইডি হেফাজতে পাঠানো হয়েছে।
Next Article