গুয়াহাটি: কলেজ চত্বর থেকেই আটক আইআইটি পড়ুয়া। আইসিস জঙ্গি সংগঠনে যোগ দিতে চান, এই বলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই আটক করা হল ওই পড়ুয়াকে। জানা গিয়েছে, অসমের হাজো জেলা থেকে আটক করা হয়েছে ওই যুবককে। আইআইটি গুয়াহাটির বায়োটেকনোলজির চতুর্থ বর্ষের পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে তিনি আইসিস জঙ্গি সংগঠনে যোগ দিতে চান। এরপরই ক্য়াম্পাস থেকে উধাও হয়ে যায় ওই পড়ুয়া। পরে জানা যায়, পুলিশ ওই যুবককে আটক করেছে।
চলতি সপ্তাহেই অসমের ধুবরি থেকে আটক করা হয় আইসিস জঙ্গি সংগঠনের ভারতের প্রধান হরিশ ফারুকি ও তাঁর সঙ্গী অনুরাগ সিং-কে। বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ওই দুই আইসিস জঙ্গি ভারতে ঢুকেছিল। ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত এবং জঙ্গি নিয়োগের পরিকল্পনা ছিল।
এই গ্রেফতারির দিন কয়েক পরই, শনিবার আইআইটি-গুয়াহাটির ক্যাম্পাস থেকে ওই পড়ুয়াকে আটক করা হয়। জানা গিয়েছে, ওই যুবক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল যে আইসিস সংগঠনে যোগ দিতে চায়। ওই যুবক ইমেইল-ও করেছিল। এই পোস্ট নজরে আসতেই পুলিশ ওই যুবকের খোঁজ-খবর শুরু করে। আইআইটি গুয়াহাটির কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ যোগাযোগ করলে, কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়, দুপুর থেকেই ওই যুবক নিখোঁজ। তাঁর ফোনও সুইচ অফ করা।
এরপর তল্লাশি চালিয়ে গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে হাজো থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে আটক করা হয়েছে। পুলিশের ডিরেক্টর জেনারেল জিপি সিং জানিয়েছেন, ওই যুবককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যুবকের বয়ান অনুযায়ী আইনানুগ পদক্ষেপ করা হবে।
স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের হস্টেল রুম থেকে কালো পতাকা উদ্ধার করা হয়েছে, যা আইসিসের পতাকার মতোই দেখতে। এছাড়া একটি ইসলামিক ম্যানুস্ক্রিপ্ট উদ্ধার করা হয়েছে। বাকি পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ধৃত যুবক কারোর সঙ্গে মিশত না। একাই থাকত। আইসিসের সঙ্গে তাঁর যোগসূত্র সম্পর্কেও কেউ জানত না।