Manish Sisodia: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ৫ দিনের সিবিআই হেফাজত

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 27, 2023 | 6:43 PM

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আবেদন মেনে দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে ৫ দিনের সিবিআই হেফাজতে পাঠাল আদালত।

Manish Sisodia: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ৫ দিনের সিবিআই হেফাজত
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জেল হেফাজত।

Follow Us

নয়া দিল্লি: সিবিআই-এর দাবি মেনে নিল আদালত। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ৫ দিনের সিবিআই হেফাজত দিল দিল্লি আদালত। আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের দাবি মেনেই এই রায় দিলেন রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক। ফলে আগামী ৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকবেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

জানা গিয়েছে, এদিন দুপুর ৩টে নাগাদ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে CGO কমপ্লেক্স থেকে বের করে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে নিয়ে যাওয়া হয়। সিবিআই বিশেষ আদালতের বিচারক এম.কে নাগপালের বেঞ্চে পেশ করা হয় মনীশ সিসদিয়াকে। তাঁর পক্ষে সওয়াল করেন আইনজীবী মোহিত মাথুর এবং সিদ্ধার্থ আগরওয়াল। মন্ত্রীর জামিনের আবেদন জানান তাঁরা। অন্যদিকে, আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মণীশ সিসোদিয়াকে ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। বাদী-বিবাদী পক্ষের আবেদনের পর বেশ কিছুক্ষণ রায়দান স্থগিত রাখে আদালত। ঘণ্টা খানেক পর অবশেষে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আবেদন মেনে দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে ৫ দিনের সিবিআই হেফাজতে পাঠাল আদালত।

 

উপ-মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে এদিন সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছিল রাজধানী। দিল্লিতে CBI সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান AAP কর্মী-সমর্থকেরা। যদিও বিক্ষোভ সামাল দিতে আগে থেকেই CBI সদর দফতরের সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। আপ কর্মী-সমর্থকেরা ব্যারিকেড ভেঙে সিবিআই দফতরের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং দু-পক্ষের মধ্যে একপ্রস্থ সংঘর্ষও হয়। তারপর দুপুরে মণীশ সিসোদিয়াকে আদালতে পেশ করার সময়ও রাউজ অ্যাভিনিউ কোর্ট চত্বরে বিক্ষোভ দেখায় তাঁর অনুগামীরা। উপ-মুখ্যমন্ত্রীকে ৫ দিনের সিবিআই হেফাজত দেওয়ার পর আপ কর্মী-সমর্থকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে আদালত চত্বরেই ব্যারিকেড করেছিল পুলিশ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মণীশ সিসোদিয়াকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

তবে কেবল দিল্লি নয়, গোটা দেশেই এদিন প্রতিবাদের ঝড় ওঠে। আঁচ পড়ে বাংলাতেও। মণীশ সিসোদিয়াকে গ্রেফতারি এবং তাঁকে সিবিআই হেফাজতে পাঠানোর তীব্র নিন্দা করে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি।

Next Article
G-20 Summit: জি-২০-র ডিজিটাল পাবলিক পরিকাঠামো বিষয়ক বৈঠকে বিল গেটস
Wild Animal: নিজের জীবন দিয়ে মেয়ের প্রাণ বাঁচালেন মা! লড়লেন হিংস্র জন্তুর সঙ্গে