নয়া দিল্লি: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্য়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। এবার কি, গোটা আপ দলের নামই জড়াবে এই কেলেঙ্কারির অভিযোগে? সেই সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। সোমবার (১৬ অক্টোবর), সুপ্রিম কোর্টে মণীশ সিসোদিয়ার জামিনের আবেদনের মামলা ছিল। শুনানি চলাকালীন, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED), সুপ্রিম কোর্টকে জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসাবে আম আদমি পার্টির নাম যুক্ত করার করথা বিবেচনা করা হচ্ছে।
এদিন দুই কেন্দ্রীয় সংস্থার হয়েই আদালতে হাজির হয়েছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চকে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-এর ৭০ নম্বর ধারা অনুযায়ী এই মামলায় আপ দলকেও অভিযুক্ত করার সম্ভাবনা নিয়ে চিন্তাভাবনা করছে। তহবিল তছরুপ প্রতিরোধ আইনের এই ধারাটি কোনও সংস্থা বা সংগঠনের আর্থিক অপরাধ সংক্রান্ত।
তবে, আদালত অতিরিক্ত সলিসিটর জেনারেলের এই জবাবে সন্তুষ্ট হয়নি। ভাবনা-চিন্তা নয়, আম আদমি পার্টিকে সত্যি সত্যিই এই মামলায় অভিযুক্ত করা হবে কিনা, এই বিষয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির পরিষ্কার অবস্থান জানতে চেয়েছে শীর্ষ আদালত। এই মামলার পৃথক পৃথক ভাবে তদন্ত করছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুই সংস্থার পক্ষ থেকে আপের বিরুদ্ধে কি পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হবে, তাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারই এই মামলার পরবর্তী শুনানি হবে। মঙ্গলবারই এই দুই প্রশ্নেরক জবাব দিতে হবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে।
এর আগে, মণীশ সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানির সময়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি আদালতে একাধিক ক্ষেত্রে জানিয়েছিল, এই কেলেঙ্কারি থেকে মণীশ সিসোদিয়ার মতো নেতারা শুধুমাত্র ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছেন তা নয়। সম্ভবত লাভের গুড় খেয়েছে আপ দলও। তদন্ত সংস্থাগুলির মতে, মদের লাইসেন্স পাওয়ার বিনিময়ে আপ নেতাদের অর্থ সহায়তা করেছিলেন মদ ব্যবসায়ীরা। বিশেষ করে গোয়া বিধানসভা নির্বাচনের সময় প্রচারের জন্য আপকে তহবিল প্রদান করেছেন মদ ব্যবসায়ীরা, এমন অভিযোগও করেছেন তদন্তকারীরা। মামলার তদন্তে, বারংবার এই কেলেঙ্কারি থেকে আপ দল লাভবান হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হলেও, কেন আপকে এই মামলায় অভিযুক্ত করা হচ্ছে না বলে, প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। তারপরই, কেন্দ্রীয় সংস্থাগুলি এই জবাব দিল আদালতে। গোটা আপ দলের নামই এই মামলায় জড়াবে কি, সম্ভবত মঙ্গলবারই তা স্পষ্ট হয়ে যাবে।