HMPV: দেশে HMPV আক্রান্ত ৪, নির্দেশিকা জারি করল দিল্লি

Jyotirmoy Karmokar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 06, 2025 | 6:45 PM

HMPV: চিকিৎসকরা বলেছেন, এইচএমপিভির লক্ষণগুলি ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো। কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ। এমনকি এই ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতাও সৃষ্টি করতে পারে।

HMPV: দেশে HMPV আক্রান্ত ৪, নির্দেশিকা জারি করল দিল্লি
অ্যাডভাজারি জারি দিল্লির
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ভারতেও ঢুকে পড়েছে HMPV ভাইরাস। গুজরাটে এক ও কর্নাটকে দুই আক্রান্তের খোঁজ মিলেছে। অপরদিকে, কলকাতায়ও মিলেছে আক্রান্তের খোঁজ। এই চারজন আক্রান্তই শিশু। প্রত্যেকেরই রিপোর্ট পজেটিভ এসেছে। এমন পরিস্থিতিতে বাড়ছে আতঙ্ক। তবে দেশবাসীকে আতঙ্কিত নয়, সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। একই সঙ্গে অ‍্যাডভাইসরি জারি করল দিল্লি।

দিল্লি সরকারের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে,ইলি ও সারি কেসে নজরদারি চালাতে হবে। কোনও রোগীর পজিটিভ হলে, যথাযথ আইসোলেশনে রাখতে হবে তাঁকে। ⁠আক্রান্তর তথ‍্য আপলোড করতে হবে পোর্টালে। ⁠অক্সিজেন সহ অন‍্যান‍্য পরিকাঠামো মজুত রাখতে হবে হাসপাতালে হাসপাতালে। ওষুধের পর্যাপ্ত জোগান রাখতে হবে হাসপাতালে-হাসপাতালে।

উল্লেখ্য, ২০২৫ সাল শুরু হতে না হতেই ফের HMPV ভাইরাসের আতঙ্ক। ঠিক করোনার সময় যেভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন, সাধারণ নাগরিক এবার HMPV-র খবর সামনে আসতেই ধীরে-ধীরে ভয় বাড়ছে। তবে চিকিৎসকরা বারেবারে বলছেন আতঙ্কিত না হতে। মাস্ক পরা ও পরিস্কার-পরিচ্ছন্নতার উপরেই জোড় দিচ্ছেন তাঁরা। করোনার মতোই এবারও HMPV-র উৎপত্তিস্থল সেই চিন। তবে এবার খোঁজ মিলল ভারতেও।

চিকিৎসকরা বলেছেন, এইচএমপিভির লক্ষণগুলি ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো। কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ। এমনকি এই ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতাও সৃষ্টি করতে পারে। মূলত, বয়স্ক ও বাচ্চারা বেশি আক্রান্ত হলেও সব বয়সী মানুষদের মধ্যেই আক্রান্তের সম্ভবনা রয়েছে।

Next Article