Durga Puja: দুর্গাপুজোয় বড় ছাড় দিল্লিতে, মধ্যরাত পর্যন্ত মাইক বাজানোর অনুমতি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 24, 2023 | 6:30 AM

Durga Puja in Delhi: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল পুজোর মরশুমের জন্য লাউড স্পিকার বাজানোয় এই ছাড়ের জন্য সবুজ সংকেত দিয়েছে। দুর্গাপুজো ও রামলীলার আয়োজকরা মধ্যরাত পর্যন্ত মাইক বাজাতে পারবেন। আগামী ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে।

Durga Puja: দুর্গাপুজোয় বড় ছাড় দিল্লিতে, মধ্যরাত পর্যন্ত মাইক বাজানোর অনুমতি
দুর্গাপুজোর ছবি
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: দুর্গাপুজোর মরশুমে রাজধানীতে বাড়ানো হল মাইক বাজানোর সময়সীমা। মধ্যরাত পর্যন্ত মাইক বাজাতে পারবেন পুজোর আয়োজকরা। সাধারণ সময়ে দিল্লিতে রাত ১০টার পর মাইক বাজানো পুরোপুরি নিষিদ্ধ। তবে এবার উৎসবের মরশুমে সেই নিয়ম কিছুটা শিথিল করা হল রাজধানীতে। দু’ঘণ্টা বাড়ানো হয়েছে সময়সীমা। উৎসবের দিনগুলিতে রাত ১০ টার পরিবর্তে মধ্যরাত পর্যন্ত বাজানো যাবে লাউডস্পিকার, শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল পুজোর মরশুমের জন্য লাউড স্পিকার বাজানোয় এই ছাড়ের জন্য সবুজ সংকেত দিয়েছে। দুর্গাপুজো ও রামলীলার আয়োজকরা মধ্যরাত পর্যন্ত মাইক বাজাতে পারবেন। আগামী ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে।

রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় প্রচুর বাঙালি থাকেন। দিল্লি কালীবাড়ির দুর্গাপুজো রাজধানীর অন্যতম বড় দুর্গাপুজো। রাজধানীতে বসবাসকারী সব বাঙালি পুজোর দিনগুলিতে এক জায়গায় মিলিত হন, একসঙ্গে সময় কাটান। রাজ্যের বাইরে থেকেও পুজোর এই দিনগুলিতে এক টুকরো বাংলা খুঁজে পান তাঁরা। দিল্লি কালীবাড়ির দুর্গাপুজো ছাড়া, আরও অনেকগুলি দুর্গাপুজোর আয়োজন হয় রাজধানীতে। দিল্লি সরকারের এই সিদ্ধান্তে খুশি সকলেই। যদিও দিল্লি সরকারের থেকে জানিয়ে দেওয়া হয়েছে,  লাউডস্পিকার বাজানোর জন্য দুর্গাপুজো ও রামলীলার উদ্যোক্তাদের আগে থেকে দিল্লি পুলিশের থেকে অনুমতি নিতে হবে।

জানা যাচ্ছে, গত শুক্রবারই দিল্লিতে রামলীলার আয়োজকরা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে দেখা করেছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা অনুরোধ করেছিলেন, যাতে উৎসবের দিনগুলিতে লাউড স্পিকার বাজানোর জন্য রাতের সময়সীমা কিছুটা শিথিল করা হয়। এরপরই শনিবার দিল্লি সরকারের তরফে মধ্যরাত পর্যন্ত লাউড স্পিকার বাজানোর অনুমতি দেওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের দফতর থেকে অবশ্য এও জানিয়ে দেওয়া হয়েছে যে উদ্যোক্তাদের আগে থেকে অনুমতি নিতে হবে এবং লাউউ স্পিকারের আওয়াজ যাতে শব্দবিধি না ভাঙে।

Next Article