চণ্ডীগঢ়: খালিস্তানপন্থী জঙ্গির বিরুদ্ধে বড় অভিযানে নামল কেন্দ্র। নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-র প্রধান তথা খালিস্তানি জঙ্গি গুরপাতয়ান্ত সিং পান্নুনের বিরুদ্ধে অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার পঞ্জাবের চণ্ডীগঢ়ে (Chandigarh) তাঁর বাড়িতে হানা দেয় এনআইএ (NIA)। অমৃতসরে (Amritsar) তাঁর নামে থাকা জমিও বাজেয়াপ্ত করা হয়। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, পঞ্জাবে খালিস্তানি জঙ্গি (Khalistani Terrorist) পান্নুনের নামে ২২টি অপরাধমূলক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি আবার দেশদ্রোহিতার (Sedition) অভিযোগ রয়েছে।
শনিবার এনআইএ-র তরফে জানানো হয়, অমৃতসরের খানকটে ৪৬টি জমি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি চণ্ডীগঢ়েও তাঁর নামে থাকা জমি বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রের এই অভিযান খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ।
জানা গিয়েছে, সম্প্রতিই খালিস্তানি নেতা গুরপাতয়ান্ত সিং পান্নুন কানাডা থেকে হুমকিবার্তা দেন। কানাডায় বসবাসকারী ইন্দো-কানাডাবাসীকে দেশে ফিরে যেতে বলেন। ভিডিয়োবার্তায় পান্নুন বলেন, “ইন্দো-কানাডিয়ানরা দেশে ফিরে যাও। তোমাদের গন্তব্য ভারত, কানাডা নয়। খালিস্তানপন্থীরা বরাবরই কানাডার প্রতি বিশ্বাসভাজন থেকেছে। তারা সর্বদা কানাডার পক্ষ নিয়েছে। তারা আইন-শৃঙ্খলা ও সংবিধান মেনে চলেছে।”
প্রসঙ্গত, ২০২০ সালের জুলাই মাসে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পান্নুনকে জঙ্গি হিসাবে ঘোষণা করা হয়। সেই সময়ই ইন্টারপোলের কাছে আবেদন জানানো হয়েছিল তাঁর বিরুদ্ধে রেড নোটিস জারি করার। কিন্তু ইন্টারপোলের তরফে সেই আর্জি খারিজ করে দেওয়া হয়।
২০১৯ সাল থেকেই এনআইএ-র র্যাডারে রয়েছে পান্নুন। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে অ-জামিনযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করে এনআইএ কোর্ট।