নয়া দিল্লি: দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে প্রতিদিন যাত্রী সংখ্যা চার লক্ষেরও বেশি। তাই ভিড় এড়াতে একগুচ্ছ পদক্ষেপ করল কেন্দ্রীয় অসামরিক মন্ত্রক। ডিসপ্লে বোর্ড, চেকিং মেশিনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সব মিলিয়ে নতুন রূপে সেজে উঠছে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দরে প্রবেশের প্রতিটি গেটে ডিসপ্লে বোর্ড বসানো হবে। অতিরিক্ত নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লি বিমানবন্দরের এক আধিকারিক বলেন, “বর্তমানে বিমানবন্দরে ১৪টি প্রবেশদ্বার রয়েছে। এবার সেটি বাড়িয়ে ১৬টি করা হবে। প্রতিটি গেটেই ডিসপ্লে বোর্ড থাকবে। এছাড়া অতিরিক্ত নিরাপত্তারক্ষী এবং বিমানবন্দরের কর্মী মোতায়েন থাকবে। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য দিল্লি এয়ারপোর্ট টুইটার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মেও লাইভ আপডেট আমরা দিতে থাকব।”
ডিসপ্লে বোর্ডের পাশাপাশি আরও চারটি এক্স-রে মেশিনেও বসানো হবে। ব্যস্ত সময়ে কিছু বিমান টার্মিনাল-১ এবং টারমিনাল-২-তে স্থানান্তরিত করা হবে বলে বিমানবন্দরের ওই আধিকারিক জানিয়েছেন। তিনি বলেন, “কোভিডের আগে ১৩টি অটোমেটিক ট্রে রিট্রাইভাল সিস্টেম (ATRS) মেশিন ছিল। এবার সেটি আরও বাড়িয়ে ১৭টি করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক নিয়মিত সিআইএসএফ-এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখবেন।” চলতি মাসের মধ্যেই এই সমস্ত পরিকল্পনা কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি।
গত সোমবারের বিশৃঙ্খলার পুনরাবৃত্তি এড়াতে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড অথরিটি, ডিজিসিএ এবং সিআইএসএফ সহ এয়ার লাইন্সের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই অতিরিক্ত ১২০০ সিআইএসএফ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দিল্লি বিমানবন্দরে ব্যাপক ভিড় হয়। অতিরিক্ত ভিড়ের জেরে যাত্রীরা নির্দিষ্ট সময়ে বিমান ধরতে পারেননি। তাঁদের অভিযোগ, গেটে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। ডিসপ্লে বোর্ডও ঠিকমতো দেখা যায়নি। গোটা ঘটনায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে সেই অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। সেই ঘটনার পরই নড়েচড়ে বসে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ঘটনার পরদিনই বিমানবন্দর পরিদর্শনে যান অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর কাছে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। তারপর গোটা বিমানবন্দর পরিদর্শন করে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই বৈঠকেই ভিড় এড়াতে দিল্লি বিমানবন্দরকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয় বলে জানা গিয়েছে।