Minor Abuse: চার বছরের মেয়েকে অপহরণ করে ধর্ষণ! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার অভিযুক্ত

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 28, 2022 | 12:32 AM

Delhi: জানা গিয়েছে, নির্যাতিতা মেয়েটির বাবা-মা দিনমজুরের কাজ করেন। গত বুধবার মেয়েটি বাড়ির সামনে খেলছিল। সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে যায় অভিযুক্ত।

Minor Abuse: চার বছরের মেয়েকে অপহরণ করে ধর্ষণ! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার অভিযুক্ত
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: বাড়ি থেকে চার বছরের ছোট্টে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ, তুলে নিয়ে গিয়ে একরত্তি খুদেকে ধর্ষণ করেন ওই ব্যক্তি। তার পর তাকে একটি পার্কের পাশে ফেলে চলে যান। ওই মেয়েটি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। বাড়িতে থেকে মেয়েটিকে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। তা দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। এবং অভিযুক্তকে সোমবার রাতে গ্রেফতার করেছে। উত্তর দিল্লির ভালসা ডেয়ারি এলাকায় ঘটেছিল এই ঘৃণ্য ঘটনা। গত বুধবার ঘটেছিল এই ঘটনা। তার পর সোমবার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

জানা গিয়েছে, নির্যাতিতা মেয়েটির বাবা-মা দিনমজুরের কাজ করেন। গত বুধবার মেয়েটি বাড়ির সামনে খেলছিল। সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে যায় অভিযুক্ত। বাড়ি ফিরে না আসায় নির্যাতিতার বাবা-মা থানায় নিখোঁজ ডায়েরি করেছিল। এর পর ওই এলাকার একটি পার্কে পড়ে থাকতে দেখা যায় বাচ্চাটিকে। এরপর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসকরা ধর্ষণের কথা জানান। এর পর নাবালিকা ধর্ষণের মামলা দায়ের হয়েছিল।

ঘটনা নিয়ে ডেপুটি পুলিশ কমিশনার দেবেশ কুমার মাহলা জানিয়েছেন, নিখোঁজের খবর পেয়ে পুলিশের তিনটি দল খোঁজ শুরু করে। গত বৃহস্পতিবার সকালে পার্কের কাছে ওই বাচ্চাটিকে পড়ে থাকতে দেখা যায়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।

এই ঘটনা নিয়ে সরব হয়েছে দিল্লির মহিলা কমিশনও। কমিশন পুলিশের থেকে ঘটনা নিয়ে রিপোর্টও চেয়েছে। বিষয়টি নিয়ে টুইট করেছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিয়াল। কমিশনের একটি দল ওই নির্যাতিতা নাবালিকার সঙ্গে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

Next Article