নয়া দিল্লি: বাড়ির বাইরে বসে খেলছিল বছর পাঁচেকের বাচ্চা। পরিবারের চোখের আড়াল হতেই হঠাৎ উধাও হয়ে গেল সে। পাড়া জুড়ে খোঁজাখুঁজি করলেও, কোথাও পাওয়া যায়নি ওই শিশুটিকে। এরপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। তদন্ত শুরু করে পুলিশ। দিন কয়েক বাদে অবশেষে উদ্ধার হল সেই শিশু। গ্রেফতার করা হল অপহরণকারীকেও। শনিবার পুলিশ ২১ বছরের এক যুবককে গ্রেফতার করে। অভিযুক্ত জানায়, কোনও টাকার লোভ নয়, নিসন্তান মামাকে সন্তান উপহার দিতে চেয়েছিল সে। সেই কারণেই প্রতিবেশীর ছেলেকে অপহরণ (Kidnapping) করে সে। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) গৌতমপুরীতে।
জানা গিয়েছে, গত সপ্তাহের রবিবার গৌতমপুরীর পার্ট-১ -এ বাড়ির বাইরে বসে খেলছিল ওই শিশু। বাড়ির চৌকাঠেই তাঁর পরিবারের কয়েকজন সদস্যও বসেছিলেন। কিন্তু তাদের সকলের অলক্ষ্যেই হঠাৎ উধাও হয়ে যায় শিশুটি। আশেপাশের এলাকা জুড়ে খোঁজাখুঁজি করেও কোনও খোঁজ মেলেনি ওই শিশুর। টাকার লোভে অপহরণ করা হয়েছে, এমনটাই সন্দেহ ছিল পরিবারের। সেই কারণে দুইদিন তাঁরা অপহরণকারীদের ফোনের অপেক্ষাতেও বসেছিলেন। কিন্তু কোনও ফোন না আসায়, তাঁরা পুলিশে নিখোঁজ ডায়েরি করেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যেদিন থেকে ওই শিশুটি নিখোঁজ হয়ে গিয়েছিল, সেই রাতেই নীরজ নামে এক প্রতিবেশী বাড়ি থেকে বের হন। এরপরে আর তিনি ফেরেননি। পরে জানা যায়, ওই যুবক দিল্লি থেকে উত্তর প্রদেশে চলে গিয়েছে। সন্দেহভাজন ওই যুবকের ফোন ট্রাক করে পুলিশ ওই যুবককে তাঁর মামাবাড়ি আলিগড় থেকে আটক করে। জেরায় অভিযুক্ত অপহরণের কথা স্বীকার করে নেন। জেরায় অভিযুক্ত জানান, তাঁর মামা সুনীত বাবুর চারটি ছেলে জন্ম গ্রহণ করলেও, কোনও সন্তানই বাঁচেনি। নিঃসন্তান মামাকে সেই কারণেই সন্তান উপহার দিতে চেয়েছিল ওই যুবক। পরিকল্পনা মাফিক প্রতিবেশীর সন্তানকে অপহরণ করে ওই যুবক, তাঁকে নিয়ে আলিগড়ের মামাবাড়িতে নিয়ে আসে। পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত যুবক ও তাঁর মামাকে গ্রেফতার করে।