নয়া দিল্লি: নয়া দিল্লি: দক্ষিণ দিল্লিতে খোঁজ মিলল এক আন্তর্জাতিক মাদক পাচার চক্রের। বুধবার (২ সেপ্টেম্বর), অভিযান চালিয়ে মোট ৫৩৬ কেজি কোকেন উদ্ধার করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এই বাজেয়াপ্ত হওয়া কোকেনের দাম হবে প্রায় ২০০০ কোটি টাকা। এটাই দিল্লিতে সবথেকে বড় কোকেন উদ্ধারের ঘটনা বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, কোকেন উদ্ধারের পাশাপাশি ওই মাদক চক্রের চার সদস্যকে গ্রেফতারও করেছে দিল্লি পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, রাজধানীর বিভিন্ন হাই-প্রোফাইল পার্টিতে মাদক সরবরাহ করত ওই আন্তর্জাতিক মাদক চক্র। তারাই এই বিশাল কোকেনের চালান এনেছে। ওই চক্রের বিষয়ে আরও তথ্য বের করার জন্য গ্রেফতার করা চার আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।