Bomb Threat: ‘বোমা মেরে উড়িয়ে দেব’, সাতসকালেই দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্ক, পৌঁছল বম্ব স্কোয়াড

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 26, 2023 | 10:12 AM

DPS Bomb Threat: নামকরা বেসরকারি স্কুল দিল্লি পাবলিক স্কুল মথুরায় বোমাতঙ্ক ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইমেইল মারফত তারা হুমকি পেয়েছেন।

Bomb Threat: বোমা মেরে উড়িয়ে দেব, সাতসকালেই দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্ক, পৌঁছল বম্ব স্কোয়াড
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: সাতসকালেই বোমাতঙ্ক স্কুলে (Bomb Threat)। বুধবার সকালে একটি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। জানা গিয়েছে, দিল্লির নামকরা বেসরকারি স্কুল দিল্লি পাবলিক স্কুল (Delhi Public School) মথুরায় বোমাতঙ্ক ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইমেইল মারফত তারা হুমকি পেয়েছেন। স্কুলে বোমা রাখা রয়েছে বলেই হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।  ়

পুলিখ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে দিল্লির একটি বেসরকারি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। দিল্লির মথুরা রোডের উপরে অবস্থিত দিল্লি পাবলিক স্কুলে বোমা রাখা রয়েছে বলে দাবি করা হয়। স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেইল মারফত ওই বোমা রাখার হুমকি চিঠি আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। স্কুলে তল্লাশি চলছে। তবে এখনও অবধি সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে দিল্লির সাদিক নগরে অবস্থিত ‘দ্য় ইন্ডিয়ান স্কুলে’ও একই ধরনের হুমকি চিঠি আসে। ইমেইল মারফতই স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়, স্কুল চত্বরে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। তবে তল্লাশি চালিয়ে কোনও বোমা পাওয়া যায়নি। ওই ইমেইলকে ভুয়ো বলেই জানানো হয়।

Next Article