বরেলী: মহিলাদের উপর ব্লেড নিয়ে ধারাবাহিক হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি এক মহিলার উপর হামলা চালানোর পর ৪২ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সার্জিক্যাল ব্লেড দিয়ে মহিলাদের আক্রমণ করতেন ‘ব্লেড ম্যান’। উত্তর প্রদেশের বরেলী এলাকায় ঘটেছে এই ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণের অভিযোগও এনেছেন তাঁর প্রেমিকা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মহম্মদ সাজ্জাদ। পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছেন, ব্যক্তিগত সমস্যায় ছিলেন তিনি। এক ধর্মগুরুর তাঁকে সমস্যা থেকে উত্তরণের জন্য মহিলাদের উপর হামলা করতে বলেছিলেন বলে অভিযোগ। তার পর থেকেই ব্লেড দিয়ে একাধিক মহিলাকে আক্রমণ করেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি গত ২ সপ্তাহে চার জন মহিলার উপর আক্রমণ শানিয়েছেন। কুইলা এবং প্রেমনগর এলাকায় এই ঘটনাগুলি ঘটিয়েছেন তিনি। সম্প্রতি নিজের প্রেমিকাকে ফোন করে দেখা করতে বলেন অভিযুক্ত। প্রেমিকা এলে তাঁর হাঁত-পা বেঁধে বেশ কয়েক বার ধর্ষণ করেন বলে অভিযোগ। তাঁর প্রেমিকার অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। এর পর ব্লেড দিয়ে হামলার ঘটনার কথা সামনে এসেছে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পৃথক নারী নির্যাতনের ঘটনা সামনে এসে উত্তর প্রদেশের পিলভিটে। সেখানে পণের জন্য এক মহিলার উপর অত্যাচারের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের। অভিযোগ, পণের দাহিতে ওই মহিলার গায়ে আগুন ধরিয়ে দেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। এই ঘটনায় স্বামী-সহ শ্বশুরবাড়ির মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছিল ওই মহিলার।