নয়া দিল্লি: রক্তাক্ত দেহ পড়ে থাকার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে সব শেষ। পার্কে প্রবেশ করে পুলিশ দেখতে পায়, পড়ে রয়েছে এক যুবতীর নিথর দেহ, মাথা ভেসে যাচ্ছে রক্তে। পার্কের বেঞ্চে তখনও পড়ে রয়েছে ব্যাগ। ঘটনার পরই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তিনি জেরায় খুনের কথা স্বীকার করেছেন। অভিযুক্ত এও জানিয়েছেন, অন্তত তিনদিন আগে থেকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে ওই কলেজ ছাত্রীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম নার্গিস। অভিযুক্ত সম্পর্কে তাঁরই তুতো ভাই।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে নার্গিসকে বিয়ে করতে চেয়েছিলেন তাঁর তুতো ভাই ইরফান। দুই পরিবারের মধ্যে এ বিষয়ে কথা হলেও, পরে পিছিয়ে আসে নার্গিসের পরিবার। ইরফান পেশায় ডেলিভারি বয়, উপার্জনও খুব বেশি নয়। সে কারণেই বিয়ে দিতে রাজি ছিলেন না তাঁরা। নার্গিস ও ওই যুবকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বলে জেরায় জানিয়েছেন অভিযুক্ত। আর তাতেই দিনের পর দিন বাড়তে থাকে ক্ষোভ।
শুক্রবার দিল্লির মালভিয়া নগরের একটি পার্ক থেকে নার্গিসের দেহ উদ্ধার হয়েছে। কমলা নেহরু কলেজের ছাত্রী নার্গিস যে ওই এলাকায় কোচিং ক্লাসে যেতেন সে কথা জানতেন ইরফান। পুলিশ জানতে পেরেছে, সময় বুঝে ওই পার্কের কাছে পৌঁছে গিয়েছিলেন অভিযুক্ত। তারপর নার্গিসকে পার্কে ডেকে নিয়ে গিয়ে কথা বলতে চান। ছাত্রী বাধা দিলেই সোজা তাঁর মাথায় লোহার রড দিয়ে মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুর ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে।
দিনে দুপুরে এভাবে এক ছাত্রীর খুনের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এই ঘটনার দিল্লিতে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন, দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। তিনি বলেন, ‘মালভিয়া নগরের মতো অভিজাত এলাকায় খুন করা হল ছাত্রীকে। দিল্লিতে মহিলাদের সুরক্ষা কোথায়? এসব নিয়ে কারও মাথাব্যাথাও নেই। দিনে দিনে অপরাধের ঘটনা বেড়েই চলেছে।’