Delhi Weather: দিল্লির উত্তাপ কি সত্যিই ৫২.৯ ডিগ্রি? এখনই সিলমোহর দিচ্ছে না মৌসম ভবন

Kaamalesh Chowdhury | Edited By: Soumya Saha

May 29, 2024 | 10:37 PM

Delhi Temperature: মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানাচ্ছেন, তারা দিল্লির মুঙ্গেশপুরে অটোমেটিক ওয়েদার স্টেশনে তাপমাত্রার সেন্সর পরীক্ষা করে দেখছেন। সেন্সর ঠিকভাবে কাজ করছে কি না, তা যাচাই করা দেখা হচ্ছে।

Delhi Weather: দিল্লির উত্তাপ কি সত্যিই ৫২.৯ ডিগ্রি? এখনই সিলমোহর দিচ্ছে না মৌসম ভবন
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: দিল্লির ‘উত্তাপ’ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আজ দিল্লির মুঙ্গেশপুরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীমাবদ্ধ ছিল ৫১ ডিগ্রিতেই। ২০১৬ সালের রাজস্থানে পারদ চড়েছিল ৫১ ডিগ্রি পর্যন্ত। হিসেব বলছে, সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হচ্ছে আজ দিল্লিতে। কিন্তু সত্যিই কি তাই? ২০১৬-র রাজস্থানের রেকর্ড কি ভেঙে দিল দিল্লি? এখনই অবশ্য রেকর্ডে সিলমোহর দিচ্ছে না মৌসম ভবন।

মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানাচ্ছেন, তারা দিল্লির মুঙ্গেশপুরে অটোমেটিক ওয়েদার স্টেশনে তাপমাত্রার সেন্সর পরীক্ষা করে দেখছেন। সেন্সর ঠিকভাবে কাজ করছে কি না, তা যাচাই করা দেখা হচ্ছে। তাহলে কি মুঙ্গেশপুরের তাপমাত্রার সেন্সরে কোনও গোলমাল হতে পারে? সেই কারণেই এমন চরম রিডিং? এ নিয়ে অবশ্য এখনই কোনও মন্তব্য করছে না মৌসম ভবন।

দিল্লিতে তাপমাত্রার পারদ মাপার জন্য এমন ২০টি মনিটরিং স্টেশন রয়েছে। মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল এম মহাপাত্রের কথায়, তার মধ্যে ১৪টি মনিটরিং স্টেশনেই দেখা যাচ্ছে তাপমাত্রার পারদ কমেছে। গোটা দিল্লির হিসেবে তারমাত্রার গড় ৪৫-৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল।

দিল্লির কয়েকটি মনিটরিং স্টেশনে তাপমাত্রা সামান্য বেশির দিকে ছিল। কিন্তু মুঙ্গেশপুরে যে তাপমাত্রা ধরা পড়েছে, তা অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন মৌসম ভবনের ডিজি। সেই কারণে ইতিমধ্যেই মুঙ্গেশপুরের তাপমাত্রার সেন্সর খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ টিম পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজুও জানিয়েছেন, মুঙ্গেশপুরের তাপমাত্রার রেকর্ডিং এখনও ‘অফিশিয়াল’ নয়। দিল্লিতে ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভীষণ অস্বাভাবিক বলেই মনে করছেন তিনি।

Next Article