নয়া দিল্লি: ফিরে এল চেনা চিত্র। দূষণে ঢাকা পড়ল রাজধানী দিল্লির আকাশ। দীপাবলি আলোর উৎসব হলেও, আতশবাজির ঠেলায় প্রতিবারের মতো এবারও দূষণে প্রাণ ওষ্ঠাগত দিল্লিবাসীর। সোমবার সকালে দিল্লির বাতাসের গুণমান ‘অতি খারাপ’ পর্যায়ে নেমে আসল। আতশবাজি ও খড়কুটো জ্বালানোর কারণেই এই দূষিত পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি আবহাওয়াও মেঘলা থাকায়, দূষণ কয়েকগুণ বেড়ে গিয়েছে।
রবিবার বিকেলেই দিল্লির বাতাসে ২৪ ঘণ্টার গড় গুণমান ২৫৯-এ নেমে আসে, যা বিগত সাত বছরে দীপাবলির সময়ে সর্বনিম্ন বাতাসের গুণমান। রাত্রে তাপমাত্রার পতন হতেই দূষণের মাত্রা আরও বাড়ে। দিল্লির বিভিন্ন প্রান্তেই বাজি ফাটানোর কারণে দূষণের পারদ আরও চড়তে থাকে। চলতি বছরে চাষজমিতে খড়কুড়ো পোড়ানোর সংখ্য়াও ১৩১৮-এ পৌঁছেছে।
Delhi wakes up to smog covering the national capital’s sky with the overall AQI (Air Quality Index) under the ‘poor’ category, at 276.
(Visuals from India Gate & Lodhi Road) pic.twitter.com/9ssB9ILezR
— ANI (@ANI) October 24, 2022
সোমবার ভোর ৬টায় দিল্লিতে বাতাসের গুণমান ২৯৮-এ কমে দাঁড়ায়। বাতাসের গুণমান পরীক্ষক ৩৫টি কেন্দ্র থেকে জানানো হয়েছে, বাতাসের গুণমান অতি খারাপ। আনন্দ বিহারের বাতাসের গুণমান অত্য়ন্ত খারাপ বলেই জানানো হয়েছে। গাজিয়াবাদে বাতাসের গুণমান ছিল ৩০০, নয়ডা ২৯৯, গ্রেটার নয়ডায় ২৮২, গুরুগ্রামে ২৪৯ ও ফরিদাবাদে বাতাসের গুণমান ২৪৮-এ নেমে এসেছে।
উল্লেখ্য, বাতাসের গুণমান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ০ থেকে ৫০-র মধ্যে থাকলে, তা ভাল বলে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০-র মধ্যে থাকলে, তা সন্তেষজনক, ১০১ থেকে ২০০-র মধ্যে থাকলে তা মাঝারি, ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে, তা খারাপ, ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকলে, তা খুব খারাপ, ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে, অত্য়ন্ত খারাপ হিসাবে গণ্য করা হয়।
দীপাবলির আগেই সফর (SAFAR) সংস্থার তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে দূষণের মাত্রা যে হারে বাড়ছে, তাতে বাতাসের গুণমান ‘খুব খারাপ’ থাকবে। এরমধ্যে বাতাসের গতি না থাকায় ও তাপমাত্রাও কম থাকায়, বাতাসের গুণমান আরও খারাপ হবে। এর মধ্য়ে আজ যদি আরও বাজি পোড়ানো হয়, তবে বাতাসের গুণমান আরও খারাপ হবে।