PM Narendra Modi: ‘আপনারাই আমার পরিবার…’, জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটাতে কার্গিলে হাজির প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 24, 2022 | 12:58 PM

PM Modi in Kargil: দেশের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির দিনটি কাটাতে কার্গিল সীমান্তে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সারা দিন তিনি জওয়ানদের সঙ্গেই কাটাবেন।

PM Narendra Modi: আপনারাই আমার পরিবার..., জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটাতে কার্গিলে হাজির প্রধানমন্ত্রী
কার্গিলে প্রধানমন্ত্রী মোদী।

Follow Us

নয়া দিল্লি: প্রত্যেক বছরই দীপাবলি একটু অন্যরকমভাবে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারও তার ব্যতিক্রম হল না। দেশের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির দিনটি কাটাতে কার্গিল সীমান্তে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সারা দিন তিনি জওয়ানদের সঙ্গেই কাটাবেন। জওয়ানদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বহু বছর ধরেই আমার কাছে আপনারাই পরিবার…দীপাবলির এই শুভ দিনটি আপনাদের মাঝে কাটানোর সুযোগ পাওয়া সৌভাগ্য। এর থেকে ভালভাবে আর দীপাবলি কাটানো যায় না।”

Key Highlights

  1. এদিন কার্গিলে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “কার্গিলের এই বিজয়ভূমি থেকে দাঁড়িয়ে আমি দেশের সকল মানুষ ও গোটা বিশ্বকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। পাকিস্তানের সঙ্গে এমন কোনও যুদ্ধ নেই, যেখানে কার্গিল বিজয়ের পতাকা উত্তোলন করেনি। দীপাবলির অর্থ হল সন্ত্রাসের দমনের উৎসব , আর কার্গিল তা সত্যি করে তুলেছে।”
  2. প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “দেশ তখন গর্ববোধ করে, যখন তাদের বীর জওয়ানদের মাথা হিমালয়ের মতো উচু থাকে। যখন দেশের জওয়ানদের নিজেদের উপরে বিশ্বাস থাকে, তখন দেশ অক্ষয় হয়ে যায়।”
  3. দেশের বীর জওয়ানদের প্রশংসায় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক শান্তিতে ঘুমোতে পারেন কারণ সশস্ত্র বাহিনী সীমান্তে পাহারা দিচ্ছেন। তিনি বলেন, “আমি দেশের সশস্ত্র বাহিনীকে প্রণাম জানাই। আপনাদের আত্মত্য়াগ বরাবর দেশকে গর্বিত করেছে।”
  4. তিনি আরও বলেন, “আমি জানি আপনারা সকলে এই বিষয়ে গর্ববোধ করেন যে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। বিগত আট বছরেই ভারত এই পঞ্চম স্থানে উঠে এসেছে। বিশ্বের একাধিক সভ্যতা তৈরি ও পরিবর্তিত হয়েছে, কিন্তু ভারতীয় সভ্যতা প্রত্য়েকটি প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠেছে। আমরা সেনাবাহিনীতে মহিলাদের জন্য জায়গা তৈরি করেছি। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে দেশের নারীশক্তি।”
  5. সেনা জওয়ানদের নিজের পরিবার বলে উল্লেখ করে তিনি বলেন, “দীপাবলির আসল মিষ্টত্ব হল আপনাদের মাঝে সময় কাটানোর সুযোগ। বহু দিন আগেই আমি বলেছি, আপনারাই আমার পরিবার…আপনাদের মাঝে সময় কাটাতে পারা সৌভাগ্য়ের বিষয়। এমনকী যুদ্ধ বিধস্ত ইউক্রেনেও ভারতীয় পতাকা সেখানে আটকে থাকা ভারতীয়দের জন্য বর্ম হয়ে উঠেছিল।”
  6. সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশের ভিতরে ও বাইরের শত্রুদের সঙ্গে ক্রমাগত লড়াই চালাচ্ছি আমরা। দুর্নীতির বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধ চালাচ্ছি আমরা। দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা যতই শক্তিশালী বা ক্ষমতাবান হোক না কেন, কাউকে ছাড়া হবে না।”
  7.  “সশস্ত্র বাহিনীতেও পরিবর্তন আনা হয়েছে, যার প্রয়োজন বহু দশক ধরে ছিল। সেই পরিবর্তনগুলি এখন আনা হচ্ছে। আমাদের দেশের নিরাপত্তায় আত্মনির্ভর ভারতের মন্ত্র অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি অস্ত্র ও ব্যবস্থার উপরে নির্ভরশীলতা যথাসম্ভব কমাতে হবে”, একথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Next Article