Devendra Fadnavis: ‘সংবাদ মাধ্যমকে কোনও তথ্য দিইনি’, সরকারি তথ্যের গোপনীয়তা ভাঙার অভিযোগ ওড়ালেন ফড়নবীস

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 13, 2022 | 6:45 PM

Mumbai Police: সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফড়নবীস জানিয়েছেন, "রাজ্যের বদলি সংক্রান্ত মামলার যাবতীয় নথি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পাঠিয়েছি। সংবাদ মাধ্যমকে আমি কোনও তথ্য জানাইনি।"

Devendra Fadnavis: সংবাদ মাধ্যমকে কোনও তথ্য দিইনি, সরকারি তথ্যের গোপনীয়তা ভাঙার অভিযোগ ওড়ালেন ফড়নবীস
কী বলছেন দেবেন্দ্র ফড়নবীস? ফাইল ছবি

Follow Us

মুম্বই : বদলি পোস্টিং সংক্রান্ত বিষয়ে তদন্তে (Transfer Posting Case) রবিবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের (Devendra Fadnavis) বাড়িতে পৌঁছায় মুম্বই সাইবার পুলিশের একটি তদন্তকারী দল। বিজেপি নেতার বয়ান রেকর্ড করেছে তদন্তকারী অফিসাররা। রবিবার প্রায় দুই ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ। সাইবার সেলের এসিপি নিতিন যাদব সহ মোট তিন অফিসার গিয়েছিলেন ফড়নবীসের বাসভবনে। সেই সময় বিজেপির সব নেতারাও উপস্থিত ছিলেন তাঁর বাসভবনে। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে দেবেন্দ্র ফড়নবীস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “রাজ্যের বদলি সংক্রান্ত মামলার যাবতীয় নথি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পাঠিয়েছি। সংবাদ মাধ্যমকে আমি কোনও তথ্য জানাইনি।”

তিনি আরও বলেন, “পুলিশের তদন্তকারী অফিসাররা আমার বয়ান রেকর্ড করেছেন। পুলিশের সব প্রশ্নের উত্তর দিয়েছি আমি। মহারাষ্ট্র সরকার বিগত ছয় মাস ধরে এই মামলাটির পিছনে পড়ে রয়েছে।” বিজেপি নেতার বাসভবনের বাইরে নিরাপত্তা আরও আঁটসাঁট করে দিয়েছেন পুলিশ কর্তারা। উল্লেখ্য, শনিবার দেবেন্দ্র ফড়নবীস জানিয়েছিলেন, মুম্বই পুলিশের তরফে তাঁকে রবিবার তলব করা হয়েছে এই মামলা সংক্রান্ত বিষয়ে। তার আগে বৃহস্পতিবারও মহারাষ্ট্র সরকারের উপর বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। বলেছিলেন, বিগত ছয় মাস ধরে সরকার এই ঘটনা নিয়ে পড়ে রয়েছে।

এর আগে সাংবাদিক বৈঠকে ফড়নবীস বলেছিলেন, “মুম্বই পুলিশ ফৌজদারি দণ্ডবিধি ১৬০ নম্বর ধারার আওতায় আমাকে নোটিস পাঠিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার অধিকার আছে আমি কোথা থেকে তথ্য পেয়েছি, তা না জানানোর।” বিজেপি নেতার অভিযোগ, “রাজ্য সরকার এই মামলায় জড়িত দুর্নীতিবাজদের আড়াল করার চেষ্টা করছে। এই সরকারের দাউদের সঙ্গে যোগ রয়েছে।”

রবিবার পুলিশি জিজ্ঞাসাবাদের পর তিনি এক রাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমাকে এমনভাবে প্রশ্ন করা হচ্ছিল, যেন আমি এই মামলায় একজন অভিযুক্ত। আমি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি কোনও তথ্য সংবাদ মাধ্যমকে জানাইনি। আমি সংবাদ মাধ্যমকে কেবল বিষয়টি জানিয়েছি, কিন্তু যাবতীয় তথ্য দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।”

তিনি আরও বলেন, “আমি এই তথ্য রাজ্য সরকারের হাতে তুলে দিতে পারছি না। কারণ, তারা নিজেরাই দুর্নীতিতে জড়িত। তার উপর এতে আইপিএস অফিসারদের নাম রয়েছে এবং তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হল স্বরাষ্ট্র মন্ত্রক। সেই কারণে, আমি ওই সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের হাতেই তুলে দিয়েছি। এর মধ্যে সরকারি তথ্য গোপনীয়তা আইনের কোনও যোগ নেই।”

আরও পড়ুন : Yogi meets Modi: কেমন হবে নতুন মন্ত্রিসভা? কে হবেন ডেপুটি? মোদীর পরামর্শ নিতে হাজির যোগী

আরও পড়ুন :

Next Article