Yogi meets Modi: কেমন হবে নতুন মন্ত্রিসভা? কে হবেন ডেপুটি? মোদীর পরামর্শ নিতে হাজির যোগী

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 13, 2022 | 5:49 PM

Yogi Adityanath: সূত্রের খবর, উত্তর প্রদেশে যোগীর দ্বিতীয় সরকারের মন্ত্রিসভা কেমন হবে, সেই নিয়ে আলোচনা করতেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি।

Yogi meets Modi: কেমন হবে নতুন মন্ত্রিসভা? কে হবেন ডেপুটি? মোদীর পরামর্শ নিতে হাজির যোগী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ যোগীর (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি : উত্তর প্রদেশে বিপুল জনমত নিয়ে ফের একবার তখতে এসেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বৃহস্পতিবারের রেকর্ড সাফল্যের পর রবিবাসরীয় বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করতে সাত নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছে যান যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের জয়ের পর এই প্রথম দিল্লি সফর যোগীর। এর আগে উপমুখ্যমন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের সঙ্গেও দেখা করেন তিনি। সূত্রের খবর, উত্তর প্রদেশে যোগীর দ্বিতীয় সরকারের মন্ত্রিসভা কেমন হবে, সেই নিয়ে আলোচনা করতেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি।

দুই দিনের দিল্লি সফরে এসেছেন যোগী আদিত্যনাথ। ঠাসা কর্মসূচি রয়েছে। দলের একঝাঁক প্রথম সারির নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও উত্তর প্রদেশের সরকার গঠন প্রসঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তিনি। যোগীর শপথ গ্রহণের দিনক্ষণ নিয়েও প্রধানমন্ত্রী ও দিল্লির অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে বলে খবর।

একাধিক সূত্র মারফত খবর, বিজেপি চাইছে বেশ কিছু নতুন মুখকে নিয়ে আসতে এবারের মন্ত্রিসভায়। পাশাপাশি, কেশব মৌর্য ভোটে হেরে যাওয়ার ফলে, নতুন মন্ত্রিসভায় যোগীর ডেপুটি কে হবেন, তা নিয়েও বিস্তর চর্চা চলছে। উল্লেখ্য, রবিবার যোগীর সঙ্গে উত্তর প্রদেশের বিজেপি সভাপতি রতন দেব সিং, সুনীল বানসাল, উত্তর প্রদেশের ইনচার্জ রাধা মোহন সিংও দিল্লিতে এসেছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, বিজেপি নেতৃত্ব একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে, যাদের উপমুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী পদে বসানো যেতে পারে। এক্ষেত্রে তাদের যোগ্যতা, জাতি ও আঞ্চলিক সমীকরণের ভিত্তিতে বেশ কিছু মানদণ্ডও তৈরি করা হয়েছে। সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব চাইছে সব জাতের প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় রাখতে। তবে এ ক্ষেত্রে কে কে শেষ পর্যন্ত মন্ত্রিসভায় জায়গা পাবেন তা চূড়ান্ত করবে দিল্লি নেতৃত্ব।

জানা গিয়েছে, উপমুখ্যমন্ত্রী পদের জন্য স্বতন্ত্র দেব সিং, বেবি রানী মৌর্য, ব্রিজেশ পাঠক এবং কেশব মৌর্যের নাম রয়েছে। কেশব মৌর্য সিরাথু বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন ঠিকই, কিন্তু রাজ্যের ওবিসিদের অন্যতম বড় মুখ তিনি। যোগীর ডেপুটি হিসেবেও ভালভাবে নিজের দায়িত্ব পালন করেছেন। তাই সেক্ষেত্রে মৌর্যকেও তালিকায় রাখা হয়েছে বলে খবর।

আরও পড়ুন : Bhagwant Mann Oath Taking: বুধেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন মান, শপথগ্রহণ হবে ভগৎ সিংয়ের গ্রামে

আরও পড়ুন : CWC Meeting: সনিয়া না রাহুল না মুকুল? কংগ্রেসের প্রেসিডেন্ট দৌড়ে থাকা কে এই মুকুল ওয়াসনিক?

Next Article