Devendra Fadnavis takes oath as CM: মহারাষ্ট্রে ‘ভূমিকা’ বদল, শপথ নিয়ে কী বলছেন ফড়ণবীস?

Dec 05, 2024 | 9:29 PM

Devendra Fadnavis takes oath as CM: গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বিজেপি, এনসিপি এবং শিন্ডের শিবসেনার জোট মহাযুতি ২০০-র বেশি আসন পায়। ফলাফলের পর প্রায় ২ সপ্তাহ মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জল্পনা জারি ছিল। বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনার মধ্যে দড়ি টানাটানি চলে।

Devendra Fadnavis takes oath as CM: মহারাষ্ট্রে ভূমিকা বদল, শপথ নিয়ে কী বলছেন ফড়ণবীস?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ও দুই উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল

Follow Us

মুম্বই: একজন উপমুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হলেন। আর একজন দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী হলেন। তৃতীয়জন আগেও উপমুখ্যমন্ত্রী ছিলেন, এখনও তাই রইলেন। গত কয়েকদিনের রাজনৈতিক জল্পনার পর বৃহস্পতিবার মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীস। আর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। এনসিপি-র অজিত পাওয়ার ফের একবার উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন।

গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বিজেপি, এনসিপি এবং শিন্ডের শিবসেনার জোট মহাযুতি ২০০-র বেশি আসন পায়। ফলাফলের পর প্রায় ২ সপ্তাহ মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জল্পনা জারি ছিল। বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনার মধ্যে দড়ি টানাটানি চলে। গত আড়াই বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন শিন্ডে। দুই উপমুখ্যমন্ত্রী ছিলেন ফড়ণবীস ও অজিত পাওয়ার। এবার ফড়ণবীসকে মুখ্যমন্ত্রী করতে তোড়জোড় শুরু করে বিজেপি। শেষপর্যন্ত উপমুখ্যমন্ত্রী হতে রাজি হন শিন্ডে।

এদিন মুম্বইয়ের আজাদ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ, জেপি নাড্ডা এবং নিতিন গড়কড়ি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপুরের মতো বলিউড় তারকা এবং প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, শিল্পপতি মুকেশ অম্বানি ও গৌতম আদানি উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে।

এই খবরটিও পড়ুন

তৃতীয়বার মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদে বসার পর ফড়ণবীস বলেন, “এখন থেকেই আমরা মহারাষ্ট্রের উন্নয়নে কাজ করে যাব। আমরা থামব না।” শিন্ডের প্রসঙ্গে তিনি বলেন, “দিক ও গতি একই রয়েছে। আমাদের ভূমিকা শুধু বদলে গিয়েছে। মহারাষ্ট্রের স্বার্থে আমরা সিদ্ধান্ত নেব।”

 

Next Article