নয়া দিল্লি : আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা বর্ধিত করা হল। ভারত থেকে এবং ভারতে কোনও আন্তর্জাতিক বিমান চলাচল করতে পারবে না। সোমবার অসামরিক বিমান পরিবহনের ডিরেক্টর জেনেরাল (DGCA) জানিয়েছেন, পরবর্তী কোনও নির্দেশিকা না আসা অবধি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ থাকবে।
২০২১ সালের নভেম্বরে জারি করা নির্দেশিকায় সামান্য পরিবর্তন আনা হয়েছে অসামরিক বিমান পরিবহনের তরফে। ভারতে এবং ভারত থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তবে পণ্যবাহী বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকবে না বলেই জানা গিয়েছে। বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিজিসিএ এর দ্বারা অনুমোদিত বিমানের চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার কোনও প্রভাব পড়বে না বলেই এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ডিজিসিএ এর তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে যে বাবল অ্যারেজমেন্টের অধীনে থাকা বিমান পরিষেবা তার নিজের নিয়মেই চলবে। এই বছর ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
২০২০ সালের প্রথম দিকে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ে। সেই বছর ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবায় কেন্দ্রের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ২০২০ সালের জুলাই মাস থেকে দ্বিপাক্ষিক বাবল অ্যারেজমেন্টের অধীনে বিশেষ বিমান পরিষেবা চালু করা হয়েছিল। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ১৮,০০০ জন ভারতীয় ইউক্রেনে আটকে পড়েছিল। তাঁদের ফিরিয়ে আনার জন্য বাবল অ্যারেজমেন্টের অধীনে বিশেষ বিমান পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্য়ে শনিবার থেকে আজ অবধি ভারতের ছয়টি বিমান ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে আসার ব্যবস্থা করেছে। ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায় অন্য রুটে রোমানিয়ার বুচারেস্ট দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের।