Dharmendra Pradhan: যুব শক্তির হাত ধরে নতুন অধ্যায়ে প্রবেশ করছে ভারত: ধর্মেন্দ্র প্রধান

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 05, 2023 | 1:19 AM

Dharmendra Pradhan: আইআরএমএ ও এলআইসি-র এই উদ্যোগের এদিন প্রশংসা করেন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, সোশ্যাল এন্টারপ্রাইজগুলোকে সাহায্য করতে এই ধরনের কনক্লেভের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

Dharmendra Pradhan: যুব শক্তির হাত ধরে নতুন অধ্যায়ে প্রবেশ করছে ভারত: ধর্মেন্দ্র প্রধান
ধর্মেন্দ্র প্রধান
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: দেশের উন্নয়ন আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা রয়েছে সোশ্যাল এন্টারপ্রাইজের। আইআরএমএ (ইন্সটিটিউট অব রুরাল ম্যানেজমেন্ট) ও এলআইসি-র এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার দিল্লিতে আয়োজিত সোশ্যাল এন্টারপ্রাইজ কনক্লেভে যোগ দিয়েছিলেন তিনি। উদ্য়োগপতিদের কথা মাথায় রেখে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইআরএমএ ও এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বছরের কনক্লেভ এটি। উদ্য়োগপতিদের আরও উৎসাহ দিতেই এই অনুষ্ঠান।

আইআরএমএ ও এলআইসি-র এই উদ্যোগের এদিন প্রশংসা করেন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, সোশ্যাল এন্টারপ্রাইজগুলোকে সাহায্য করতে এই ধরনের কনক্লেভের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যুব শক্তির হাত ধরে নতুন ভারত এক নয়া অধ্য়ায়ে প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন তিনি। মন্ত্রীর মতে, এই ধরনের উদ্যোগ আগামিদিনে যুবশক্তিকে আরও বেশি উৎসাহ জোগাবে।

দেশের উন্নয়নের ক্ষেত্রে ও সোশ্যাল এন্টারপ্রাইজগুলির বিশেষ ভূমিকা আছে বলে মনে করেন তিনি। তিনি বার্তা দেন যাতে, উদ্যোগপতিরা আরও বড় স্বপ্ন দেখেন ও স্বপ্ন সফল করতে উদ্যোগী হন। তাঁদের উদ্যোগকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে উৎসাহ জুগিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরএমএ-র ডিরেক্টর উমাকান্ত দাস ও এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াই বিশ্বনাথ গৌড়।

Next Article