PM Modi: ৩৬ ঘণ্টায় ৫ শহর, ৫০০০০ কোটি টাকার ৫০ প্রকল্প নিয়ে ৪ রাজ্য সফরে প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 04, 2023 | 8:10 PM

PM Modi to visit four states on 7-8 July: ৭ ও ৮ জুলাই ৩৬ ঘণ্টার মধ্যে, রায়পুর, গোরখপুর, বারাণসী, ওয়ারাঙ্গল এবং বিকানের - এই ৫ শহরে প্রায় এক ডজন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, তেলঙ্গানা, রাজস্থান এবং ছত্তীসগঢ়ে চলতি বছরের শেষের দিকেই নির্বাচন হওয়ার কথা।

PM Modi: ৩৬ ঘণ্টায় ৫ শহর, ৫০০০০ কোটি টাকার ৫০ প্রকল্প নিয়ে ৪ রাজ্য সফরে প্রধানমন্ত্রী
গত সপ্তাহেই মধ্য প্রদেশের শাহদোল জেলার এক আদিবাসী গ্রামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: প্রায় ৫০,০০০ কোটি টাকার প্রায় ৫০টি প্রকল্পের ডালি নিয়ে উত্তরপ্রদেশ, তেলঙ্গানা, রাজস্থান এবং ছত্তীসগঢ় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭ ও ৮ জুলাই ৩৬ ঘন্টার মধ্যে, রায়পুর, গোরখপুর, বারাণসী, ওয়ারাঙ্গল এবং বিকানের – এই ৫ শহরে প্রায় এক ডজন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য এই চার রাজ্যের মধ্যে তেলঙ্গানা, রাজস্থান এবং ছত্তিসগঢ়ে চলতি বছরের শেষের দিকেই নির্বাচন হওয়ার কথা। তার আগে, এই উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ৭ জুলাই সফরের শুরুতেই, প্রথমে প্রধানমন্ত্রী মোদী যাবেন ছত্তীসগঢ়ের রায়পুরে যাবেন। সেখানে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে অন্যতম রায়পুর-বিশাখাপত্তনম ছয় সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। এরপর রায়পুরে এক জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এরপর প্রধানমন্ত্রী যাবেন যোগী-দুর্গ গোরখপুরে। সেখানে প্রথমে গীতা প্রেসের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি, তারপর ৩টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। একইসঙ্গে গোরখপুর রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথাও রয়েছে। গোরখপুর থেকে, প্রধানমন্ত্রী মোদী যাবেন তাঁর নিজ নির্বাচনী এলাকা বারাণসীতে। সেখানেও একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে সোন নগর ফ্রেট করিডরের নতুন লাইনের উদ্বোধন করবেন তিনি। এছাডা়, বারানসী-জৌনপুরের মধ্যে ৫৬ নম্বর জাতীয় মহাসড়ককে চার লেনে পরিণত করার প্রকল্পের উদ্বোধন করবেন, মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাটের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

রাতটা বারাণসীতেই কাটিয়ে, ৮ জুলাই সেখান থেকে তেলঙ্গানার ওয়ারাঙ্গলে যাবেন প্রধানমন্ত্রী। ভোটমুখী তেলঙ্গানায়, নাগপুর-বিজয়ওয়াড়া করিডরের একটি অংশের নির্মাণ-সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা প্রধানমন্ত্রী মোদীর। ৫৬৩ নম্বর জাতীয় মহাসড়কের করিমনগর-ওয়ারাঙ্গল অংশটিকে চওড়া করে চার লেনে পরিণত করা হবে। এই প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন মোদী। এরপর, ওয়ারঙ্গালে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী যাবেন আরেক ভোটমুখী রাজ্য, রাজস্থানের বিকানেরে। অমৃতসর-জামনগর এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশের উদ্বোধনের পাশাপাশি, গ্রিন এনার্জি করিডোর ফেজ-১-এর জন্য আন্তঃরাজ্য ট্রান্সমিশন লাইনও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। বিকানের রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা রয়েছে। এরপর, বিকানেরেও একটি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

Next Article