নয়া দিল্লি: বর্তমান জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের জন্য ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো অসুখ ঘরে-ঘরে। ফলে এই সমস্ত অসুখের ওষুধের চাহিদাও তুঙ্গে। বলা যায়, এই সমস্ত ওষুধগুলি জীবনদায়ী ওষুধ হয়ে উঠেছে বর্তমান সময়ে। আর তাই এই সমস্ত ওষুধ নিয়ে কালোবাজারিও বেশি হয়। অনেক ওষুধের দোকানই নির্দিষ্ট নির্দিষ্ট দামের থেকে বেশি দাম নেয়। তাই কালোবাজারি রুখতে এবার বিশেষ পদক্ষেপ করল কেন্দ্র। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ ৭৪টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)-র তরফে ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি NPPA-র ১০৯ তম বৈঠক হয়। সেই বৈঠকেই ২০১৩-র ওষুধ দাম নিয়ন্ত্রণ নির্দেশানুসারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ ৭৪টি ওষুধের দাম ধার্য করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন ওষুধের কি দাম ধার্য হয়েছে, তা দেখে নেওয়া যাক একনজরে…
ডায়াবেটিসের ওষুধ, Dapagliflozin Sitagliptin ও Metformin Hydrochloride-এর প্রতি ট্যাবলেটের দাম ধার্য হয়েছে ২৭.৭৫ টাকা। উচ্চ রক্তচাপের ওষুধ Telmisartan ও Bisoprolol Fumarate-এর প্রতি ট্যাবলেটের দাম ধার্য হয়েছে ১০.৯২ টাকা। আবার মৃগীরোগ এবং নিউট্রোপেনিয়া রোগের ওষুধের দামও ধার্য করে দিয়েছে NPPA। যেমন, Sodium Valproate-এর প্রতি ট্যাবলেটের সর্বাধিক দাম ৩.২০ টাকা। একইভাবে ক্যানসার রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত Filgrastim injection (প্রতি ভায়াল)-এর দাম ১০৩৪.৫১ টাকা স্থির করা হয়েছে। আবার স্টেরয়েডের ওষুধ Hydrocortisone (20 mg)-এর প্রতি ট্যাবলেটের দাম ১৩.২৮ টাকা। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ আরও কিছু ওষুধের দাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
NPPA ওষুধের যে দাম ধার্য করেছে, সেটা গোটা দেশের জন্য। সব জায়গায় NPPA-র দাম ধার্য হচ্ছে কিনা তা নজরদারি করা হবে বলেও NPPA-র তরফে জানানো হয়।