নয়া দিল্লি: সোমবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেটার নয়ডায় জগন্নাথ যাত্রা চলছিল। সেই উপলক্ষে ই-রিকশায় বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল আতশবাজি। আচমকা রিক্সাটিতে আগুন লেগে ঘটে প্রচণ্ড বিস্ফোরণ। সেই সময় দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছিলেন। তাঁদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ। মঙ্গলবার তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর এই ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে রাস্তার ধারের একটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায়। বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হয়েছে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্রেটার নয়ডার দাদরি এলাকায় একটি ছোট দোকানের সামনে দাঁড়িয়ে ছিল ই-রিকশাটি। সেই পথচারীরা তার পাশ দিয়েই যাতায়াত করছিল। আচমকা রিকশাটিতে আগুন ধরে যায় এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। একের পর এক বিস্ফোরণ ঘটে ই-রিক্সায় রাখা আতশবাজিতে। মুহূর্তে এলাকাটি ফাঁক হয়ে যায়। আতঙ্কিত লোকজনকে এলাকা ছেড়ে দৌড়াতে দেখা যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই জোরালো ছিল যে, বিস্ফোরণের সময় থেকে সিসিটিভি ক্যামেরাতেও ত্রুটি দেখা দেয়। বিস্ফোরণের পর প্রাথমিকভাবে রাস্তাটি জনশূন্য হয়ে পড়লেও, পরে স্থানীয় বাসিন্দাদের দেখা যায় সাহায্যের জন্য ডাকাডাকি করতে। জানা গিয়েছে,আতশবাজিটি জ্বালিয়েছিলেন সলমন নামে এক যুবক। তিনি এবং এবং ই-রিকশার চালক পাপ্পু দুজনেই দুর্ঘটনার সময় আহত হন।
#GreaterNoida an e rickshaw loaded with crackers accidentally caught #fire resulting in a blast. pic.twitter.com/6CUoa8fpP1
— Vineet Sharma (@vineetsharma94) February 27, 2023
টুইটারে গ্রেটার নয়ডা পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার বলেছেন, “২৭ তারিখ, দাদরি থানা এলাকার অধীনে দাদরি শহরের ঐতিহ্যবাহী জগন্নাথ শোভাযাত্রা চলছিল। এই সময় কেউ কেউ বাজি-পটকা ফাটাচ্ছিলেন। একটি আতশবাজি হঠাৎ ছুটে এসে একটি ই-রিকশার উপর পড়ে। ওই ই-রিকশাটিতে আরও আতশবাজি রাখা ছিল। ওই বাজিটি এসে পড়ার পরই রিকশায় রাখা বাকি বাজিগুলিতে আগুন লেগে যায়।” ঘটনার পর জলকামান আনা হয় এবং তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়।