নয়া দিল্লি: শুধু নির্দিষ্ট সময়ে যাত্রী পরিষেবাই নয়, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগী ভারতীয় রেলওয়ে। যাত্রী সুরক্ষায় ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে ভারতীয় রেল। সম্প্রতিই এক জল্পনা শোনা গিয়েছে যে এবার ট্রেনের ভিতরেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করতে চলেছে রেলওয়ে। শোনা যাচ্ছে, এবার দূরপাল্লার ট্রেনে কামরাতে বসতে চলেছে সিসিটিভি। এর জন্য নাকি ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে ২০ হাজার কোটি টাকার টেন্ডার। সত্যিই কি তাই?
সম্প্রতিই একাধিক রিপোর্টে দাবি করা হয় যে রেলওয়ের তরফে সিসিটিভি সার্ভেল্যান্স সিস্টেম বসানো হচ্ছে। ট্রেনের কামরাগুলি সিসিটিভিতে মুড়ে ফেলা হবে। এর জন্য ২০ হাজার কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে। ভাইরাল রিপোর্ট নিয়েই এবার জবাব দিল প্রেস ইনফরমেশন ব্যুরো।
This is a fake news. No such tender has been floated or no RFP has been issued by Indian Railways. pic.twitter.com/7Q1HoqmoQ0
— Ministry of Railways (@RailMinIndia) November 21, 2024
পিআইবির তরফে জানানো হল, এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য। এই মর্মে কোনও টেন্ডার বা নোটিস দেওয়া হয়নি। যাবতীয় দাবি খারিজ করে পিআইবি জানায়, এই বিষয়টি নিয়ে এখনও আর্থিক পর্যালোচনা করা হচ্ছে। ট্রেনের কামরায় সিসিটিভি বসানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০ হাজার কোটি টাকার টেন্ডার এবং যে সময়ের মধ্যে কাজ শেষ করার খবর প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো বলেই উল্লেখ করা হয়েছে। এর কোনও ভিত্তি নেই বলেই উল্লেখ করা হয়েছে পিআইবি-র তরফে।