AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PIB Fact Check: ভারতের আকাশ ব্যবহার করে ইরানে ঢুকেছিল আমেরিকার বোমারু বিমান? সত্যিটা কী জানুন…

PIB Fact Check: এই সংঘাতে কি জড়িয়ে পড়ল ভারতও? এই প্রশ্নই উঠেছে একটা কারণে। একাধিক পোস্টে দাবি করা হয়েছে, ইরানে হামলা চালাতে আমেরিকা ভারতের এয়ারস্পেস ব্যবহার করেছিল। সত্যিই কি তাই?

PIB Fact Check: ভারতের আকাশ ব্যবহার করে ইরানে ঢুকেছিল আমেরিকার বোমারু বিমান? সত্যিটা কী জানুন...
মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত ইরানের শহর।Image Credit: PTI
| Updated on: Jun 23, 2025 | 7:08 AM
Share

নয়া দিল্লি: স্বভাব বদলাল না আমেরিকার। ইরান-ইজরায়েলের সংঘাতে ঠিক নাক গলাল। “অপারেশন মিডনাইট হ্যামার” চালিয়ে ইরানের তিন পরমাণু ঘাঁটিতে আঘাত করেছে আমেরিকা। এই সংঘাতে কি জড়িয়ে পড়ল ভারতও? এই প্রশ্নই উঠেছে একটা কারণে। একাধিক পোস্টে দাবি করা হয়েছে, ইরানে হামলা চালাতে আমেরিকা ভারতের এয়ারস্পেস ব্যবহার করেছিল। সত্যিই কি তাই?

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচই পড়ে গিয়েছে। নানা মুনী নানা মতও রেখেছে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে সাফ জানানো হল, এই তথ্য ভুয়ো। আমেরিকা অপারেশন মিডনাইট হ্যামার চালাতে মোটেও ভারতের এয়ারস্পেস ব্যবহার করেনি।

পিআইবি ফ্যাক্ট চেকের তরফে এই খবরকে ভুয়ো বলেই মার্ক করা হয়েছে। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কাইন আমেরিকার হামলার পর যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানেই তিনি জানিয়েছিলেন কোন রুট ব্যবহার করে ইরানে ঢুকেছিল মার্কিন বোমারু বিমান। সেখানেও কোথাও উল্লেখ নেই যে ভারতের এয়ারস্পেস ব্যবহার করা হয়নি।