AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Kumbh Viral Video: ভিডিয়ো কলেই শাহি স্নান! স্বামীর পাপ ধুতে ফোনকেই কুম্ভে স্নান করালেন মহিলা, তারপর যা হল…

Viral Video: সঙ্গমে নেমে তিনি স্বামীকে ফোন করেন। নিজের পাপ ধোয়ার সঙ্গে স্বামীরও পাপ ধুতে তিনি ভিডিয়ো কল চলাকালীন মোবাইলটিকেও গঙ্গায় চুবিয়ে দেন।

Maha Kumbh Viral Video: ভিডিয়ো কলেই শাহি স্নান! স্বামীর পাপ ধুতে ফোনকেই কুম্ভে স্নান করালেন মহিলা, তারপর যা হল...
এমন ডিজিটাল স্নান দেখেছেন কখনও?Image Credit: X
| Updated on: Feb 26, 2025 | 3:09 PM
Share

প্রয়াগরাজ: মহাকুম্ভে আজ শেষ শাহি স্নান। উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড়। আর পুণ্যস্নানেই দেখা মিলছে অদ্ভুত কাণ্ডের। কুম্ভে এখন ভাইরাল ডিজিটাল স্নান। ছবি আর টাকা পাঠালেই স্নান হয়ে যাচ্ছে। এবার কুম্ভে স্নান করতে মোবাইলই পুণ্যস্নান করে ফেলল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে এক মহিলা ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে এসেছেন। সঙ্গমে নেমে তিনি স্বামীকে ফোন করেন। নিজের পাপ ধোয়ার সঙ্গে স্বামীরও পাপ ধুতে তিনি ভিডিয়ো কল চলাকালীন মোবাইলটিকেও গঙ্গায় চুবিয়ে দেন।

একবার নয়, এভাবে একাধিকবার ফোনের ও’প্রান্তে থাকা স্বামীকে পুণ্য স্নান করান। শেষে জল থেকে ফোন তুলে ঝেড়ে নেন একটু। ফোনটা সচল থাকলেও, স্ক্রিনে ততক্ষণে লাল-নীল রঙের দাগ আসতে শুরু করেছে। অর্থাৎ ফোনে জল ঢুকে ডিসপ্লে-তে সমস্যা শুরু হয়ে গিয়েছে।

মহিলার এমন ডিজিটাল স্নান দেখে তো স্তম্ভিত সকলে। কেউ বলেছেন ওই মহিলা ‘গোপী বাহু ২০২৫’ (একটি হিন্দি সিরিয়ালের চরিত্র)। কেউ আবার প্রশ্ন করেছেন যে এত কষ্ট করে যারা কুম্ভে স্নান করতে গেলেন, তাদের সব পরিশ্রম কি বৃথা?

আজকের অমৃত স্নান মিলিয়ে মহাকুম্ভে মোট ৬৩ কোটিরও বেশি পুণ্যার্থী স্নান করেছেন।