‘খুন’ হওয়া ১৭৫ জনকে শ্রদ্ধা জানিয়ে দিলীপদের একুশের বার্তা ‘শান্তি ফিরে আসুক’

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 21, 2021 | 1:34 PM

নির্বাচন পরবর্তী সময়ে একাধিক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।

খুন হওয়া ১৭৫ জনকে শ্রদ্ধা জানিয়ে দিলীপদের একুশের বার্তা শান্তি ফিরে আসুক
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: প্রতি বছরের মতো এ বারও ২১ জুলাই শহিদ দিবস পালন করছে তৃণমূল। আর এ বার একুশের একুশে জুলাইয়ের চেহারা কিছুটা অন্যরকম। এক দিকে যখন তৃণমূল জাতীয় স্তরে শহিদ দিবস পালনের কর্মসূচী নিয়েছে, অন্যদিকে এই দিনটাকেই শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য বেছে নিয়েছে বিজেপি। এ দিন দিল্লিতে রাজঘাটে ধরনায় বসেছেন বিজেপি সাংসদেরা। সেখানে বসে দিলীপ এ দিন বলেন, ‘যারা অহিংসার কথা বলছে, তারাই আজ হিংসা ছড়াচ্ছে।’ বিজেপির ১৭৫ জন কার্যকর্তা শহিদ হয়েছে বলে দাবি বিজেপির।

বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এ দিন কলকাতা ও জেলার বিজেপি অফিসে শহিদদের শ্রদ্ধা জানাচ্ছেন বিজেপি কর্মীরা। এ ছাড়া সাংসদরা উপস্থিত হয়েছেন বিজেপি সাংসদেরা। এ দিন দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি ১৭৫ জন খুন হয়েছেন।’ অভিযোগ জানানোরও সুযোগ পায়নি তাদের পরিবার। মূলত হিংসার প্রতিবাদে এ দিন বিজেপি কর্মসূচী নিয়েছে।

মঙ্গলবারই সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, রাজ্যের প্রকৃত অবস্থা জানাতে বুধবার মানুষের সামনে যাবে বিজেপি। আক্রান্ত মানুষ, বিপন্ন গণতন্ত্র। তাই শহিদ শ্রদ্ধাঞ্জলির পরিকল্পনার কথা জানান তিনি। ২১ জুলাই সকাল সাড়ে ১১টায় দিল্লির রাজঘাটে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে অন্যান্য বিজেপি সাংসদরা ধরনায় বসেছেন। আরও পড়ুন: একুশেই চব্বিশের বার্তা! সর্বভারতীয় ক্যানভাসে আজ তৃণমূলের শক্তি পরীক্ষা

Next Article