Dog-Snake Fight: মালিকের প্রাণ বাঁচাতে বিষধর সাপের সঙ্গে লড়াই, আত্মবলিদান দিল অমিতের বুলডগ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 17, 2022 | 1:47 PM

Uttar Pradesh Snake Bite: বুধবার প্রতাপপুরার ফার্ম হাউজের বাইরে গব্বরকে নিয়ে হাঁটতে বেরোয় অমিত। সেই সময়ই মারাত্মক বিষধর একটি চন্দ্রবোড়া সাপ গব্বরের চোখে পড়ে।

Dog-Snake Fight: মালিকের প্রাণ বাঁচাতে বিষধর সাপের সঙ্গে লড়াই, আত্মবলিদান দিল অমিতের বুলডগ
ছবি: ইন্ডিয়া টুডে থেকে সংগৃহীত

Follow Us

ঝাঁসি: সবচেয়ে বিশ্বস্ত পোষ্যগুলির মধ্যে কুকুর অন্যতম। প্রভুর জন্য জীবন দিতেও দু’বার ভাবে না সারমেয়রা। উত্তর প্রদেশের ঝাঁসির এমন ঘটনার কথা প্রকাশ্যে এসেছে, যা থেকে আরও একবার এই কথা প্রমাণিত হয়েছে। জানা গিয়েছে, মালিকের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বিষাক্ত সাপ দেখতে পায় ওই সারমেয়টি। মালিককে বাঁচাতে সঙ্গে সঙ্গে সাপটির ওপর ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। সংঘর্ষে কুকুরটিকে কামড়ালেও শেষমেশ সাপটিকে মেরে ফেলতে সক্ষম হয় পোষ্যটি। কিন্তু সাপের বিষাক্ত ছোবলে কুকুরটিরও মৃত্যু হয়।

জানা গিয়েছে সারমেয়েটির মালিকের নাম অমিত রাই। উত্তর প্রদেশের ঝাঁসি লাগোয়া মধ্যপ্রদেশের প্রতাপপুরার বাসিন্দা সে। অমিত কুকুর পুষতে ভালবাসেন। সেই কারণে পাঁচ বছর আগে তিনি একটি আমেরিকান বুলডুগ কিনেছিলেন এবং কুকুরটি নাম দেওয়া হয়েছিল গব্বর। অন্যান্য কুকুরের তুলনায় গব্বরের প্রতি অমিতের স্নেহ খানিকটা বেশিই ছিল। অন্যদিকে মালিকের বিষয়ে সদা সতর্ক থাকত গব্বর। কাউকে অমিতে ধারেকাছেও ঘেষতে দিতনা সে।

বুধবার প্রতাপপুরার ফার্ম হাউজের বাইরে গব্বরকে নিয়ে হাঁটতে বেরোয় অমিত। সেই সময়ই মারাত্মক বিষধর একটি চন্দ্রবোড়া সাপ গব্বরের চোখে পড়ে। গব্বর দেখেতে পায়, সাপটি ক্রমশ অমিতের দিকে এগিয়ে আসছে। অমিত সাপটিকে লক্ষ্য করেনি। সেই সময়ই অমিতে বাঁচানোর জন্য সাপটির ওপর ঝাঁপিয়ে পড়ে গব্বর। সাপটির সঙ্গে মারামারি করতে করতে কামড়ে সেটি দু টুকরো করে ফেলে গব্বর। কিন্তু সাপের বিষাক্ত ছোবলে শেষমেশ গব্বরেরও মৃত্যু হয়। গব্বরের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছে অমিত ও তাঁর পরিবার।

Next Article