Domestic Air Passenger Traffic Hits Record: রেল, বাস ফাঁকা, আস্থা কেবল বিমানেই! হঠাৎ কী হল দেশবাসীর?

Nov 20, 2024 | 11:54 AM

Domestic Air Passenger Traffic Hits Record: অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক সূত্রে খবর ওই দিন মোট ৩,১৭৩টি উড়ান আকশে উড়েছিল। মন্ত্রক সূত্রেই খবর এই প্রথমবার ভারতে একদিনে ৫ লক্ষ যাত্রী বিমানে যাত্রা করল।

Domestic Air Passenger Traffic Hits Record: রেল, বাস ফাঁকা, আস্থা কেবল বিমানেই! হঠাৎ কী হল দেশবাসীর?
Image Credit source: Bruce Bennett

Follow Us

একদিনে ভারতে রেকর্ড সংখ্যক যাত্রী যাতায়াত করল বিমানে। গত রবিবার একদিনে ভারতে বিভিন্ন সংস্থার বিমানে মোট ৫ লক্ষের বেশি যাত্রী ভ্রমণ করেছেন। জানা গিয়েছে, নভেম্বর মাসের ১৭ তারিখ রবিবার ৫ লক্ষ ৫ হাজার ৪১২ জন বিমানে যাত্রা করেছেন। অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক সূত্রে খবর ওই দিন মোট ৩,১৭৩টি উড়ান আকশে উড়েছিল। মন্ত্রক সূত্রেই খবর এই প্রথমবার ভারতে একদিনে ৫ লক্ষ যাত্রী বিমানে যাত্রা করল।

ট্রাভেল পোর্টাল ক্লিয়ার ট্রিপের এয়ার ক্যাটেগরির ভাইস প্রেসিডেন্ট গৌরব পাটোওয়ারি এই সম্পর্কে বলেন, “উৎসবের মরশুম তারই সঙ্গে শুরু হয়ে গিয়েছে বিয়ের সময়, তাই বিমান পরিষেবার এত চাহিদা। আমার মনে হয় গোটা শীতকালেও এই চাহিদা বজায় থাকবে।”

এমনকি রবিবার প্রায় সব ফ্লাইটই ৯০ শতাংশ যাত্রীপূর্ণ ছিল বলে জানা গিয়েছে। যদিও নানা কারণে সম্প্রতি কয়েক দিন বিমানগুলি সময়ে একটু এদিক ওদিক হয়েছে বা অন টাইম পারফরম্যান্সে তার প্রভাব পড়েছে।

সূত্রের খবর, রবিবার ‘ইন্ডিগো’ ফ্লাইটগুলির ওটিপি বা অন টাইম পারফরম্যান্স ছিল ৭৪.২%। ‘অ্যালান্স এয়ারে’র ওটিপি ছিল ৭১ শতাংশ এবং ‘আকাশা এয়ারে’র ওটিপি ছিল ৬৭.৬%। অনান্যগুলির মধ্যে ‘স্পাইস জেট’-এর অন টাইম পারফরম্যান্সের হার ছিল ৬৬.১ শতাংশ এবং ‘এয়ার ইন্ডিয়া’র ওটিপি ছিল ৫৭.১%।

অক্টোবরে বিমান নিয়ামক সংস্থা DGCA জানিয়েছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স দেশের ১২৪ টি বিমানবন্দর থেকে প্রত্যেকে সপ্তাহে মোট ২৫,০০৭টি করে বিমান ওঠা নামা করবে। গোটা শীতের মরশুমেই এই ধারা বজায় থাকবে, যা শুরু হয়েছে ২৭ অক্টোবর থেকে। যা সাধারণ সময়ের চেয়ে ৩ শতাংশ বেশি। এমনিতে ১২৫ বিমানবন্দর থেকে সপ্তাহে ২৪,৩৭৫ বিমান ওঠা নামা করে।

প্রসঙ্গত, ২০২৩ সালের শীতের মরশুমের তুলনায় এই বছর ফ্লাইটের সংখ্যা ৫.৩৭% বৃদ্ধি পেয়েছে। এই বছর শীতের মরশুম ২৭ অক্টোবর ২০২৪ থেকে ২৯ মার্চ ২০২৫।

Next Article