Coronavirus: ৬ মাসে খোঁজ করোনার নতুন ভ্যারিয়েন্ট বাড়ায়নি উদ্বেগ, তবু সতর্কতার বার্তা বিশেষজ্ঞদের
Dr NK Arora: যদিও উদ্বেগজনক ভ্য়ারিয়েন্টের খোঁজ মেলেনি, তবুও উৎসবের মরশুমে সতর্ক করলেন চিকিৎসক।
নয়া দিল্লি : করোনার দ্বিতীয় ঢেউয়ের (Second Wave) সময় চিন্তা বাড়িয়েছিল ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta Variant)। শুধু ভারতে নয়, বিশ্বের একাধিক দেশে দাপট দেখিযেছিল সেই ডেল্টা ভ্যারিয়েন্ট। তাই নতুন কোনও ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে কি না, সে দিকে সবসময়ই নজর থাকে বিশেষজ্ঞদের। কিন্তু গত ৬ মাসে তেমন কিছু দেখা যায়নি বলেই জানালেন ভারতের করোনা সংক্রান্ত টাস্ক ফোর্সের চেয়ারম্যান ড. এনকে অরোরা। তবে উক্ষসবের মরশুমে সতর্ক থাকার কথা বলেছেন তিনি।
তিনি বলেন, যদিও নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলেনি, ভারতের স্বাস্থ্য ব্যবস্থাতেও বদল আনা হয়েছে, তবু সতর্ক থাকা প্রয়োজন। বিশেষত উৎসবের মরশুমে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
ভারতে ভ্যাকসিনের অভাব থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেনম এনকে অরোরা। তিনি জানিয়েছেন, আগামী তিন মাসে ৯০ কোটি ডোজ় করোনা ভ্যাকসিন থাকবে ভারতের হাতে। ভবিষ্যতে কোনও নতুন ঢেউ আসবে কি না, সেটা ভ্যাকসিন ও কোভিড বিধি মেনে চলার ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেছেন তিনি।
তবে উৎসবের মরসুমেও স্বস্তি দিচ্ছে দেশের করোনা সংক্রমণের চিত্র। বিগত বেশ কয়েকদিন ধরে ২০ হাজারের নীচে রয়েছে কোভিড গ্রাফ। যেহেতু দেশে ইতিমধ্যে শুরু হয়েছ উৎসবের মরশুম, সেই কারণে সংক্রমণে দাড়ি টানতে বারবার সতর্ক হতে বলেছিলেন বিশেষজ্ঞরা। তারপর বিগত কয়েকদিনের এই সংক্রমণ গ্রাফ অনেকটাই আশা জোগাচ্ছে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আম-জনতাকে।
আরও পড়ুন: Bank Holidays: চলতি সপ্তাহে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক! জেনে নিন সেই তালিকা
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৮ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১৩ হাজার ৫৯৬ জন। করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৪৭০ জন।
আরও পড়ুন: WB By-Election: প্রথমে ছিল ২৭, এক লাফে বেড়ে উপনির্বাচনের বাংলায় ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী