Narendra Modi: ‘যুবশক্তিতে ভর করেই উন্নত দেশ হবে ভারত’, আত্মবিশ্বাসী মোদী

Jan 12, 2025 | 5:45 PM

Narendra Modi: যুবসমাজকে নিজের সেরা বন্ধু বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছরের সেপ্টেম্বরে যুব অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে বলেন, "সেই সাক্ষাতের সময় একজন যুব অ্যাথলিট বলেন, মোদীজি সারা বিশ্বের কাছে আপনি পিএম হতে পারেন, কিন্তু, আমাদের কাছে পিএম মানে পরম মিত্র (সেরা বন্ধু)।"

Narendra Modi: যুবশক্তিতে ভর করেই উন্নত দেশ হবে ভারত, আত্মবিশ্বাসী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়া। ভারতবাসীর এই স্বপ্ন পূরণ সম্ভব দেশের যুবশক্তির উপর ভর করে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী ২৫ বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশের যুবসমাজ।

এদিন স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তীতে জাতীয় যুব দিবসে ভারত মণ্ডপমে ১৫ থেকে ২৯ বছর বয়সী ৩০০০ যুবক-যুবতী উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানেই স্বামী বিবেকানন্দের দর্শন নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ সারা দেশে স্বামী বিবেকানন্দকে স্মরণ করছে। শ্রদ্ধার্ঘ জানাচ্ছে। দেশের যুবসমাজের উপর অগাধ আস্থা ছিল স্বামীজির। যেকোনও সমস্যার সমাধান যুবসমাজ করতে পারে বলে তিনি বিশ্বাস করতেন। স্বামীজি যেমন আপনাদের উপর ভরসা করতেন, তেমনই ভারতের যুবসমাজকে নিয়ে তিনি যা কল্পনা করতেন, আমি সেগুলো বিশ্বাস করি। তিনি যা বলেছেন, সবকিছু আমি বিশ্বাস করি।”

২০২৩ সালের সেপ্টেম্বরে ভারত মণ্ডপমেই জি-২০ গ্লোবাল সামিট হয়েছিল। সেকথা উল্লেখ করে মোদী বলেন, “আন্তর্জাতিক নেতারা এই মঞ্চে বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। আর ভারতের যুবসমাজ দেশের আগামী ২৫ বছরের রোড ম্যাপ তৈরি করছে। আপনাদের সঙ্গে এখানে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

এই খবরটিও পড়ুন

যুবসমাজকে নিজের সেরা বন্ধু বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। গত বছরের সেপ্টেম্বরে যুব অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে বলেন, “সেই সাক্ষাতের সময় একজন যুব অ্যাথলিট বলেন, মোদীজি সারা বিশ্বের কাছে আপনি পিএম হতে পারেন, কিন্তু, আমাদের কাছে পিএম মানে পরম মিত্র (সেরা বন্ধু)।”

ভারতের উন্নত দেশ হওয়ার স্বপ্ন যুবসমাজের শক্তির উপর ভর করেই পূরণ হবে বলে আত্মবিশ্বাসী মোদী। বলেন, “ভারতের যুবসমাজের শক্তির উপর আমার আস্থা রয়েছে। উন্নত দেশ হওয়ার স্বপ্ন অর্জন করা যাবে। অনেকে ভাবতে পারেন, এটা অসম্ভব লক্ষ্য। কিন্তু, আমার বিশ্বাস অন্যরকম। যদি বিকশিত ভারতের লক্ষ্য যদি আমাদের প্রত্যেক পদক্ষেপ, সিদ্ধান্তকে দিশা দেখায়, তাহলে উন্নত দেশ হওয়া থেকে কোনও শক্তি আমাদের আটকাতে পারবে না। আর উন্নত ভারত মানে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে শক্তিশালী দেশ।”

 

Next Article