Oppo India : বিপাকে আরও এক চিনা মোবাইল সংস্থা, ওপ্পোর বিরুদ্ধে ৪,৩৮৯ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ DRI-র

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 13, 2022 | 4:21 PM

Oppo India : বহিঃশুল্ক বাবদ মোট ৪ হাজার ৩৮৯ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে ওপ্পো ইন্ডিয়ার বিরুদ্ধে। তদন্ত শেষে এই চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে নোটিসও পাঠানো হয়েছে।

Oppo India : বিপাকে আরও এক চিনা মোবাইল সংস্থা, ওপ্পোর বিরুদ্ধে ৪,৩৮৯ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ DRI-র
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি : কেন্দ্রীয় সংস্থার নজরে এবার আরও এক চিনা মোবাইল সংস্থা। এবার ওপ্পো ইন্ডিয়ার (Oppo India) বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। রেভেনিউ ইন্টেলিজেন্স (Revenue Intelligence) অফিসাররা এই চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার থেকে বহিঃশুল্ক বাবদ মোট ৪ হাজার ৩৮৯ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ তুলেছে। বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে।

চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ওপ্পো ইন্ডিয়া। এই কোম্পানির ব্যানারে ওপ্পো, ওয়ানপ্লাস ও রিয়েলমি ফোন বিক্রি হয়ে থাকে। মোবাইলের হ্যান্ডসেট তৈরি, মোবাইলের বিভিন্ন অংশ জোড়া লাগানো এবং পাইকারি মোবাইল বিক্রি করে এই সংস্থা। ভারতে মোবাইল প্রস্তুতকারী সংস্থা হিসেবে বেশ জনপ্রিয় এই সংস্থা। এই আবহে কর ফাঁকির এই অভিযোগে বড় ধাক্কা খেল ওপ্পো বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, গুয়াংডং ওপ্পো মোবাইল টেলিকমিউনিকেশনস কর্পোরেশন লিমিটেডের অধীনে সংস্থা ওপ্পো মোবাইল প্রাইভেটের বিরুদ্ধে তদন্তের সময় ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স (DRI) ৪,৩৮৯ কোটি টাকার বহিঃশুল্ক ফাঁকির খোঁজ পাওয়া গিয়েছে। তদন্তের সময় ওপ্পো ইন্ডিয়ার অফিসে এবং এর প্রধান ম্যানেজমেন্ট কর্মীদের বাসভবনে তল্লাশি চালানো হয়। এই তল্লাশি থেকে সংস্থার বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ মিলেছে। জানা গিয়েছে, বেশ কিছু তথ্য় জেনেশুনে গোপন করে গিয়েছে এই সংস্থা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘এই কিছু তথ্য গোপন করে যাওয়ার ফলে ২,৯৮১ কোটি টাকার কর ছাড়ের সুবিধা নিয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট কর্মী ও ওপ্পো ইন্ডিয়ার দেশের সরবরাহকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা এই তথ্য গোপনের কথা স্বীকার করে নিয়েছেন।’

এছাড়াও জানা গিয়েছে, ইন্টেলেকচুয়াল প্রপার্ট রাইটসের দিক থেকেও ওপ্পো বড়সড় বিধি লঙ্ঘন করেছে। আমদানি শুল্কের বাইরেও আরও ৪৫০ কোটি টাকার হিসেব ঘিরেও উঠেছে একাধিক প্রশ্ন। তদন্তের শেষে ওপ্পো ইন্ডিয়াকে শো-কজ় নোটিসও পাঠানো হয়েছে। এবং ৪,৩৮৯ কোটি টাকার আমদানি শুল্ক ফেরত চাওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ আমদানি শুল্ক আইন, ১৯৬২ অনুযায়ী ওপ্পো ইন্ডিয়া, তার কর্মী ও ওপ্পো চিনের উপর জরিমানা করা হয়েছে।’

Next Article