Mumbai: টাকা ধার নিয়ে ফেরত দেয়নি, বন্ধুকে ‘অস্বাভাবিক যৌনতা’-র শাস্তি দিয়ে শ্রীঘরে ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 13, 2022 | 4:51 PM

Maharashtra: থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩৭৭, ৩২৬, ৫০৬, ৫০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Mumbai: টাকা ধার নিয়ে ফেরত দেয়নি, বন্ধুকে অস্বাভাবিক যৌনতা-র শাস্তি দিয়ে শ্রীঘরে ব্যক্তি
প্রতীকী ছবি

Follow Us

মুম্বই: অনেক সময় বন্ধু অথবা পরিচিত আমারা অনেকেটা টাকা ধার দিয়ে থাকি। এই টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে মুম্বইয়ের মারাত্মক ঘটনা ঘটেছে। মুলুন্ড থানার পুলিশ ১১ জুলাই ৩৪ বছর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর ৩৩ বছর বয়সী বন্ধুকে ধার নেওয়া ফেরত না দেওয়ার কারণে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন চুক্তি ভিত্তি কর্মী। কয়েকদিন আগেই তিনি তাঁর বন্ধুকে ৫ হাজার টাকা ঋণ দিয়েছিলেন। কিছুদিন ধরে ধার দেওয়া টাকা ফেরত চাইছিল অভিযুক্ত ব্যক্তি। কিন্তু নির্যাতিত ব্যক্তি তাঁর কাছ থেকে আরও কিছুদিন সময় দাবি করে আসছিলেন এবং এই নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডাও হয়। টাকা ফেরত না পেয়ে অভিযুক্ত ব্যক্তি বিরক্ত হয়ে গিয়েছিল এবং সে বন্ধুকে জব্দ করার সিদ্ধান্ত নিয়েছিল।

পুলিশ জানিয়েছে, ৬ জুলাই সকাল ৬টা নাগাদ মুলুন্ড কলোনির একটি গোডাউনের কাছে তাঁরা দেখা করেছিলেন। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাঁর বন্ধুকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল, সেই সময় তাঁর থেকে আরও খানিকটা সময় চেয়েছিলেন নির্যাতিত ব্যক্তি। এই নিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাঁকে মারধর করে বলেই জানিয়েছেন নির্যাতিত ব্যক্তি। প্রথমে তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, এবং পরবর্তী সময়ে তাঁকে যৌন হেনস্থা করে হয়েছিল বলে অভিযোগ নির্যাতিতর। শারীরিক ও যৌন নির্যাতনের পর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল ওই ব্যক্তি। নির্যাতিত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩৭৭, ৩২৬, ৫০৬, ৫০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিত ব্যক্তির থেকে অভিযোগ পাওয়া মাত্র ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ এবং ১১ জুলাই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর অভিযুক্ত ব্যক্তিকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Next Article