মুম্বই: সোনা পাচারকারীদের বড়সড় চক্রের পর্দা ফাঁস করল ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। পাচারকারীদের কাছ থেকে মোট ১৩.৭ কেজি সোনা উদ্ধার করেছে গোয়েন্দারা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে আট কোটি টাকা।
ডিআরআই সূত্রে খবর, চলতি সপ্তাহের শুরুতে পাঁচ কেজি সোনা উদ্ধার করেন গোয়েন্দারা। গ্রেফতার করা হয় দু’জনকে। জারি থাকে তদন্ত। তাঁদের জেরা করে গোয়েন্দারা পৌঁছন সাংগলী গ্রামে। সেখান থেকে দু’জনকে গ্রেফতার করেন তাঁরা।
জানা গিয়েছে, অভিযুক্তরা সোনাগুলি বারাণসী থেকে নাগপুরের উদ্দেশ্যে পাচার করছিল। পুনের কাছে একটি বাস থেকে সোনাগুলি ডিআরআই-এর হাতে আসে। সেই সময় গোয়েন্দাদের হাতে ধরা পড়েন অপর এক পাচারকারী। ডিআরআই সূত্রে খবর, এই নিয়ে মোট সাড়ে তেরো কেজির বেশি সোনা হাতে এসেছে রাজস্ব বিভাগের কাছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে আট কোটি টাকা।