কোটা: মদ খেয়ে রাতে বাড়ি ফিরেছিল স্বামী। নেশায় বুঁদ। সেই অবস্থায় স্ত্রীকে বেল্ট দিয়ে একের পর এক ঘা। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর। এমনই খবর মিলেছে ঝলাবর রাজস্থানের (Rajasthan) একলেরা পুলিস আধিকারিকদের তরফে। স্ত্রী বিমলাবাইর মৃত্যুর অভিযোগে ইতিমধ্যে স্বামী রাকেশ মিনাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে স্বামী বেল্ট দিয়ে মারার পর বিমলাবাইকে গুরুতর অবস্থায় তড়িঘড়ি ঝালাবর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই রবিবার সকালে মৃত্যু হয় তাঁর। এমনটাই জানিয়েছে পুলিশ। একলেরা থানার এসএইচও লক্ষ্মণ সিং জানিয়েছেন, পোলি গ্রামের বাসিন্দা রাকেশ মিনার নামে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
শনিবার রাতে মত্ত রাকেশ লেদার বেল্ট দিয়ে মারার পর বিমলাবাই অজ্ঞান হয়ে পড়েন। এরপরই চিকিৎসা চলাকালীন প্রাণ হারান বিমলা। প্রসঙ্গত, এর আগেও ২০১৯ সালে রাজস্থানে স্বামীর হাতে একই রকম ভাবে বেল্টের আঘাতে প্রাণ হারিয়েছিলেন এক গৃহবধূ। তখন মত্ত অবস্থায় বেল্ট দিয়ে স্ত্রী কিশমি দেবীকে মারার অভিযোগ উঠেছিল স্বামী কালুরমা মিনার বিরুদ্ধে।
আরও পড়ুন: ভারভারা রাওকে ৫০ হাজার টাকার বন্ডে জামিন নেওয়ার অনুমতি আদালতের