ঝাঁসি: মদ্যপ অবস্থায় ট্রেনে উঠেছিলেন। তারপর এসি কামরার মধ্যেই সহযাত্রী এক মহিলার গায়ে প্রস্রাব করেন এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লিগামী সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের এসি কোচে (Ac coach)। এই কাণ্ড ঘটিয়ে অভিযুক্ত যুবক রেহাই পাননি। পরবর্তী স্টেশনে ট্রেনটি থামতেই তাঁকে গ্রেফতার করে রেলপুলিশ।
উত্তর-মধ্য রেলওয়ের মুখপাত্র হিমাংশু শেখর উপাধ্যায় জানান, অভিযুক্ত যুবকের নাম রীতেশ। সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের বি-৩ কোচের যাত্রী রীতেশ উত্তরপ্রদেশের মাহোবা স্টেশন থেকে ট্রেনে ওঠেন এবং দিল্লি যাচ্ছিলেন। ওই কোচেরই সহযাত্রী এক দম্পতির গায়ে তিনি দুর্ঘটনাবশত প্রস্রাব করে ফেলেন বলে অভিযোগ। রীতেশ মদ্যপ ছিলেন এবং ঝাঁসি জংশনে ট্রেনটি থামতেই তাঁকে ট্রেন থেকে নামিয়ে গ্রেফতার করা হয়। রেলওয়ে আইনের ১৪৫ ধারা অনুযায়ী রীতেশকে গ্রেফতার করা হয়। যদিও পরে জামিনে মুক্তি পান তিনি।
ঠিক কী ঘটেছিল?
গত ৪ অক্টোবর, বুধবার সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের বি-৩ কোচে লোয়ার বার্থে বসেছিলেন এক বয়স্ক দম্পতি। উত্তরপ্রদেশের মাহোবা স্টেশন থেকে ওই কোচে ওঠেন রীতেশ। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তারপর তিনি হঠাৎ করেই ওই দম্পতির গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ। ওই মহিলা এবং তাঁদের ব্যগপত্রে প্রস্রাব পড়েছে। ঘটনায় ক্ষুব্ধ সঙ্গে সঙ্গে ট্রেনের নিরাপত্তারক্ষীকে ডেকে ঘটনাটি জানান। ট্রেনের টিকিট পরীক্ষককেও ঘটনাটি জানানো হয়। তারপর ঝাঁসি জংশনে ট্রেনটি থামতেই সেখানকার আরপিএফে খবর দেন ট্রেনের টিকিট পরীক্ষক। রীতেশকে ট্রেন থেকে নামিয়ে তাঁকে গ্রেফতার করে আরপিএফ।
গোটা ঘটনায় ক্ষুব্ধ ওই দম্পতি। এসি কামরার মধ্যে এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটবে, তা কল্পনা করেননি তাঁরা। যুবকের এই কীর্তিতে হতভম্ব হয়ে যান ট্রেনের অন্য যাত্রীরাও।