লখনউ: সাপের কামড় খেয়ে হাসপাতালে এসেছিলেন এক যুবক। তখন তিনি ছিলেন মত্ত অবস্থায়। সেই অবস্থাতেই সাপের কামড়ের চিকিৎসা করাতে এসেছিলেন তিনি। যে সাপ তাঁকে কামড়েছে, সেই সাপ পলিথিন প্যাকেটে ভরে এসেছিলেন তিনি। তবে ওই যুবকের আনা সাপটি ছিল মৃত। হাসপাতালে এসে ওই মত্ত যুবক দাবি করেন, তাঁকে দুবার কামড়ানোর পর মারা গিয়েছে সাপটি। সেই সাপ ছিল প্রায় তিন ফুট লম্বা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কুশিনগর এলাকায়। সেখানকার স্থানীয় হাসপাতালেই সাপ নিয়ে উপস্থিত হয়েছিলেন মত্ত যুবক।
জানা গিয়েছে, ওই যুবকের বয়স ৩৫ বছর। হাসপাতালে এসে তিনি দাবি করেন, তাঁকে সাপে কামড়েছে। অ্যান্টি ভেনম ইঞ্জেকশন দিতে বলেন চিকিৎসকদের। ওই যুবকের কাছ থেকে গোটা ঘটনা জেনে চিকিৎসকরা বুঝতে পারেন, ওই যুবকই সাপটিকে মেরে ফেলেছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবক যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন, তখন তাঁকে সাপে কামড়ায়। পদরৌনা স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সে সময় মত্ত ছিলেন বলেই চিকিৎসকদের কাছে স্বীকার করেছেন ওই যুবক। তিনি চিকিৎসকদের জানিয়েছেন, সাপ তাঁকে পায়ে কামড়ানোর পর তিনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। হাতে করে চেপে ধরেন ওই সাপকে। সে সময় ফের তাঁর হাতে কামড় দেয় সাপটি। এর পর আছাড়া মেরে তিনি মেরে ফেলেন সাপটিকে। এর পর প্যাকেটে ভরে সেই সাপ তিনি নিয়ে আসেন বাড়ি। ওই যুবকের কাছে ঘটনার কথা শুনে, তাঁর পরিবারের লোক হাসপাতালে যেতে বলেন। তার পর হাসপাতালে আসেন তিনি।