নয়া দিল্লি: দিল্লির অ্যাসিড হামলার রক্তহিম করা ঘটনায় হতবাক গোটা দেশ। নাবালিকার ওপর এই অ্যাসিড হামলার ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল দিল্লি মহিলা কমিশন (Delhi Women Commission)। সাধারণত দোকান থেকে অ্যাসিড কিনতে লাইসেন্স লাগে। তবে এই ক্ষেত্রে হামলাকারী নাকি অ্যামাজ়ন ও ফ্লিপকার্ট থেকে অ্যাসিড কেনে। এই আবহে এবার এই দুই ই-কমার্স সংস্থাকে নোটিশ জারি করল দিল্লির মহিলা কমিশন। এদিকে ইতিমধ্যেই অ্যাসিড হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সচিন অরোরাকে (১৯ বছর)। পাশাপাশি সচিনের দুই বন্ধু হর্ষিত আগরবাল (১৯ বছর) এবং বীরেন্দ্র সিংও (২২ বছর) পুলিশের জালে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই জানা গিয়েছে যে ই-কমার্স সাইট থেকে হামলার জন্য অ্যাসিড কেনা হয়েছিল।
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের বিশেষ কমিশনার (আইনশৃঙ্খলা) সাগর প্রীত হুডা সাংবাদিক সম্মেলন করে নিশ্চিত করেছেন যে ই-কমার্স সাইট থেকেই সচিন অরোরা অ্যাসিড কিনেছিল। এই অ্যাসিড কেনার দাম পরিশোধ করা হয়েছিল ই-ওয়ালেটের মাধ্যমে। এই পরিস্থিতিতে দিল্লি মহিলা কমিশনের বক্তব্য, ‘এভাবে সহজেই অনলাইনে অ্যাসিড কিনতে পারার বিষয়টি খুবই উদ্বেগজনক।’ এই কারণে দুই জনপ্রিয় ই-কমার্স সাইটকে অ্যাসিড বিক্রি নিয়ে নোটিশ জারি করে মহিলা কমিশন। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে দুই সংস্থাকে জবাব দিতে বলা হয়েছে কমিশনের তরফে।
প্রসঙ্গত, গত বুধবার স্কুল থেকে ফেরার পথে ১৭ বছর বয়সী এক নাবালিকার ওপর অ্যাসিড হামলা চালানো হয়েছিল। ঘটনাটি ঘটে পশ্চিম দিল্লির মোহন গার্ডেন এলাকায়। বর্তমানে হামলার শিকার হওয়া নাবালিকা সফদরজং হাসপাতালের বার্নস ইউনিটের আইসিউতে ভর্তি রয়েছে। নাবালিকার শারীরিক স্থিতি প্রসঙ্গে হাসপাতালের ডাক্তার বলেছেন, ‘রোগী বর্তমানে সচেতন আছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার মুখে ৮ শতাংশ রাসায়নিক বার্ন রয়েছে। তার চোখও আক্রান্ত হয়েছে এই হামলার জেরে। চিকিৎসা চলছে। চক্ষু বিশেষজ্ঞরাও তার ওপর নজর রাখছেন। তাকে বার্ন আইসিইউতে রাখা হয়েছে।’