গুয়াহাটি: কয়েক ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল অসম (Assam)। এবার অসমের রাজধানী গুয়াহাটি (Guwahati) ও সংলগ্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। সোমবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না। ফলে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই। তবে শহরে আতঙ্ক ছড়িয়েছে। পড়শি দেশ বাংলাদেশ ও ভুটানেও কম্পন অনুভূত হয়েছে। এই নিয়ে পাঁচদিনে তিনবার ভূমিকম্পে কাঁপল অসম।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে গুয়াহাটি ও সংলগ্ন অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৭। ভূমিকম্পের উৎসস্থল ছিল কামরূপ জেলায় ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। যদিও এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই। তবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গুয়াহাটি, কামরূপের পাশাপাশি পড়শি দেশ বাংলাদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকাতেও এদিন মৃদু কম্পন অনুভূত হয়েছে।
প্রসঙ্গত, এর আগে রবিবার বিকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসমের নওগাঁও। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৪। তার তিনদিন আগে, গত বৃহস্পতিবার দুপুরে আবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল গুয়াহাটি। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৩.৫। মৃদু হলেও চারদিনের মধ্যে পরপর তিনবার ভূমিকম্পের ঘটনায় ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে অসমে।
গত বুধবার বিহারেও মৃদু কম্পন অনুভূত হয়। বুধবার ভোরে আচমকা কেঁপে ওঠে বিহারের আরারিয়া এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে পূর্ণিয়া জেলা ছিল ভূমিকম্পের উৎসস্থল। এই ভূমিকম্পের জেরে পড়শি দেশ নেপাল ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছিল।