নয়াদিল্লি: অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করে থাকেন পূর্ণ্যার্থীরা। তাই যাঁরা অমরমাথ যাত্রার কথা ভাবছেন, তাঁরা আর দেরি করবেন না। ১৭ এপ্রিল সোমবার থেকেই শুরু হয়েছে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন। তবে রেজিস্ট্রেশনের কিছু নিয়ম রয়েছে। রয়েছে বিধিনিষেধও। তা মেনেই আবেদন করতে হবে অমরনাথ যাত্রার জন্য। অমরনাথ যাত্রার জন্য ১৩ থেকে ৭০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। তবে ৬ মাস বা তার বেশি অন্তঃসত্ত্বারা অমরনাথ যাত্রার জন্য আবেদন করতে পারবেন না। রেজিস্ট্রেশনের পর ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা দিতে হবে। ভারতীয় ও বিদেশ বসবাসকারী ভারতীয়দের জন্য এই ফি আলাদা। আসুন এক নজরে দেখে নিন কী ভাবে অমরনাথ যাত্রার জন্য আবেদন করবেন।
অমরনাথ যাত্রার জন্য ভারতীয় নাগরিকদের জমা দিতে হবে ১২০ টাকা। ব্যাঙ্কে গিয়ে এই টাকা জমা দিতে হবে। কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের জন্য মাথাপিছু খরচ পড়বে ২২০ টাকা। তবে যদি আপনি নন রেসিডেন্সিয়ান ইন্ডিয়ান অর্থাৎ এনআরআই বিভাগে পডে়ন, তাহলে রেজিস্ট্রেশনের জন্য মাথাপিছু ১৫২০ টাকা দিতে হবে। এর পাশাপাশি ২০২৩ সালের অমরনাথ যাত্রার জন্য কাউন্টার থেকে আরএফআইডি কার্ড নেওয়া বাধ্যতামূলক। সেই আরএফআইডি কার্ড যাত্রাকালে সব সময় গলায় ঝুলিয়ে রাখতে হবে বলে জানা গিয়েছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের যে কোনও ব্রাঞ্চে রেজিস্ট্রেশন করানো যাবে। শ্রী অমরনাথ যাত্রা শারিন বোর্ডের (Shri Amarnathji Yatra Shrine Board ) ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। https://jksasb.nic.in ওয়েবসাইটে গিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। গ্রুপেও রেজিস্ট্রেশন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর ১৮০০১৮০৭১৯৮ নম্বরে ফোন করতে পারেন।