মুম্বই: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর ২৪ কে পাখির চোখ করে এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন বিরোধীরা। কিছুদিন আগে কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরির একটা সম্ভাবনা উঁকি দিয়েছিল। তবে এখন তা ফিকে হয়ে গিয়েছে। কংগ্রেস সহ একাধিক বিরোধী দলকে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎল করতে দেখা যাচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রাজনীতির ক্রমশ বদলাচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার মুম্বইতে উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। তাঁরা বিরোধী ঐক্য নিয়েই এ দিন আলোচনা করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে।
বৈঠক শেষে বেণুগোপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “উদ্ধবজির সঙ্গে দেখা করতে এবং তার সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বার্তা পৌঁছে দিতে আমি এখানে এসেছি। ভারত ও মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্ধবজি গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করছেন। আমরা দেখতে পাচ্ছি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করেছেন। উদ্ধবজি এবং অন্যান্য দলগুলিকে নিশানা করতে ইডি ও সিবিআইকে ব্যবহার করা হচ্ছে।” লোকসভা ভোটের আগের বিরোধী ঐক্য মজবুত করতেই এই সাক্ষাৎ, তা স্পষ্ট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। এদিকে এই এক লক্ষ্যেই গত সপ্তাহে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন খাড়্গে ও রাহুল গান্ধী। বিরোধী ঐক্য গড়তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গেও দেখা করেন নীতীশ ও তেজস্বী।
গতকালের বৈঠকের পর বেণুগোপাল বলেন, “বিরোধীরা একজোট হয়ে নরেন্দ্র মোদীর একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়বে। মতামত ভিন্ন হতে পারে। কংগ্রেস, শিবসেনা ও এনসিপির নিজ নিজ মতাদর্শ রয়েছে। কিন্তু দেশ আরও অনেক বড় ইস্যুর মুখোমুখি হচ্ছে যা আমরা আগে কখনও হইনি। সে কারণেই আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমরা সকলেই একমত যে আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং এই লোকদের বিরুদ্ধে লড়াই করতে হবে।” তাঁর বক্তব্যে এটুকু স্পষ্ট যে, কেন্দ্রের বিজেপিকে হঠাতে একজোট হবে রাজনৈতিকভাবে সমমনস্ক দলগুলি। তবে কিছু মতপার্থক্য থাকতেই পারে। তা ভুলেই একত্রিত হওয়ার বার্তা দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, যেকোনও সময় মুম্বইয়ে উদ্ধবের সঙ্গে দেখা করতে পারেন রাহুল গান্ধী। আর খুব শীঘ্রই দিল্লিতে যাওয়ার কথা উদ্ধবের। এই সাক্ষাতের সম্ভাবনার কথা জানিয়ে উদ্ধব ঠাকরে বলেছেন, প্রত্যেকেরই নিজস্ব আদর্শ রয়েছে। কিন্তু তাদের লড়াই গণতন্ত্র কে বাঁচানোর জন্য। তিনি সাংবাদিকদের বলেন, “হাম জব দোস্তি নিভাতে হ্যায়, ও দোস্তি নাহি, রিশতা হোতা হ্যায় (আমাদের কাছে বন্ধুত্ব হল পরিবার)। আমরা ২৫ বছর ধরে বিজেপিকে সমর্থন করেছি, কিন্তু তারা কখনই বুঝতে পারেনি যে কে বন্ধু এবং কে শত্রু।”