Assembly Elections 2022 : ১১ ফেব্রুয়ারি অবধি নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি কমিশনের, রাজনৈতিক দলগুলো পেল কিছু ছাড়

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 31, 2022 | 5:54 PM

Election Commission : রাজনৈতিক প্রচারের উপর বিধিনিষেধের মেয়াদ ১১ ফেব্রুয়ারি অবধি বাড়িয়ে দিল নির্বাচন কমিশন।

Assembly Elections 2022 : ১১ ফেব্রুয়ারি অবধি নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি কমিশনের, রাজনৈতিক দলগুলো পেল কিছু ছাড়
রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছে না নির্বাচন কমিশন। ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি : ১১ ফেব্রুয়ারি অবধি নিষেধাজ্ঞা জারি রাখল জাতীয় নির্বাচন কমিশন। আগামী মাসেই পঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2022) । নির্বাচনকে কেন্দ্র করেই করোনা আতঙ্কের মধ্যে নির্বাচনী প্রচারে বিভিন্ন বিধিনিষেধ জারি করেছিল জাতীয় নির্বাচন কমিশন। ধীরে ধীরে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে কমিশন। তবে সাথে কিছু ছাড়ও দিয়েছে। আজ রাজনৈতিক প্রচার নিয়ে ফের পরিস্থিতি পর্যালোচনা বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) । তারপরই পূরবর্তী নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি হলেও তাতে কিছু ছাড়ও দেওয়া হয়েছে। বৈঠকের পর নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে রোড শো, পদ যাত্রা, সাইকেল/বাইক শোভাযাত্রা এবং মিছিল ১১ ফেব্রুয়ারি অবধি করা যাবে না। তবে মিটিং এবং নির্বাচনী প্রচারে কিছু ছাড় দিয়েছে কমিশন। রাজনৈতিক দল বা নির্বাচনী প্রার্থীর সশরীরে জনসভার ক্ষেত্রে সর্বাধিক ১০০০ জন উপস্থিত থাকতে হবে। তবে সেই জনসভা নির্বাচিত খোলা জায়গায় হতে হবে। আগে ৫০০ জন নিয়ে এরকম সভা করার অনুমতি ছিল। কমিশন ঘরে ঘরে গিয়ে প্রচারের ক্ষেত্রেও সীমা বাড়িয়েছে। ১০ জনের পরিবর্তে এখন ২০ জন ঘরে ঘরে গিয়ে প্রচার করতে পারবে। ২০ জনের মধ্যে নিরাপত্তা রক্ষীরা অন্তর্ভুক্ত নয়।

নির্বাচন কমিশন ইনডোর মিটিং-এর ক্ষেত্রেও কিছুটা ছাড় দিয়েছে। সর্বাধিক ৫০০ জন বা হলের ধারণক্ষমতার ৫০ শতাংশ এখন মিটিংয়ে উপস্থিত থাকতে পারবে। পূর্ববর্তী নির্দেশিকায় এই সীমা ছিল ৩০০ জন অবধি। নির্বাচন কমিশন এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, বিভিন্ন বিশেষজ্ঞ এবং পাঁচটি ভোটমুখী রাজ্য এবং রাজ্যের সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত রিলিজে বলা হয়েছে, “সমস্ত রাজ্যের মুখ্য সচিবরা কমিশনকে কোভিড-১৯ সংক্রমণের রিপোর্ট সম্পর্কে জানিয়েছে। তাঁরা আরও বলেছেন যে পজিটিভিটির হার হ্রাস পাচ্ছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও হ্রাসের প্রবণতা দেখা গিয়েছে।”

উল্লেখ্য, পাঁচ রাজ্যে নির্বাচনের আগে নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতায় স্বস্তি মিলেছে রাজনৈতিক ব্যক্তিত্বদের। করোনা আবহে নির্বাচনে তাঁদের প্রায় কোনও প্রচার ছাড়াই ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে নামতে হচ্ছিল। এতে তাঁদের জনসংযোগেও ফাঁক থেকে যাচ্ছিল মনে করছিলেন অনেকে। তবে এর আগেও নির্বাচন কমিশনের লাগু করা নিষেধাজ্ঞা ভঙ্গ করে প্রচার করতেও দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের।

আরও পড়ুন : Budget 2022 : মঙ্গলে বাজেট পেশ অর্থমন্ত্রীর, তার আগে আর্থিক সমীক্ষা রিপোর্টে প্রকাশ পেল সম্ভাব্য জিডিপি

আরও পড়ুন : Budget 2022: করোনাকালে চাহিদা বাড়লেও ব্যবসায় ভাগ বসাচ্ছে চিন, বাজেট থেকে কী আশা রাখছে সাইকেল শিল্প?

Next Article