নয়া দিল্লি: ১২ নভেম্বর, এক দফাতেই অনুষ্ঠিত হবে হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন। শুক্রবার এই রাজ্যের নির্বাচনের সূচি ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। সূচি অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে ৮ ডিসেম্বর। বছরের শেষে হিমাচল প্রদেশের সঙ্গে সঙ্গে গুজরাটেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তবে, এদিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের সাংবাদিক সম্মেলনে গুজরাট নির্বাচনের দিনক্ষণ জানানো হয়নি।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, হিমাচলের ৫৫ লক্ষেরও বেশি মানুষের নাম রয়েছে ভোটার তালিকায়। এর মধ্যে ১.৮৬ লক্ষ মানুষ এই বারই প্রথমবারের মতো ভোট দেবেন। আর ১.২২ লক্ষ ভোটারের বয়স ৮০-র বেশি। সূচি অনুযায়ী ১৭ অক্টোবর থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে, ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। ২৯ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সময় দেওয়া হবে। ৬৮ আসনের বর্তমান হিমাচল বিধানসভার মেয়াদ শেষ হবে ৮ জানুয়ারি।
২০১৭ সালে অনুষ্ঠিত সর্বশেষ হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে, ৪৪টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল বিজেপি। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস জিতেছিল ২১টি আসনে। এছাড়া নির্দলরা জিতেছিল দুটি আসনে এবং সিপিআইএম জিতেছিল একটি আসনে। শতাংশের দিক থেকে, বিজেপি জিতেছিল মোট বৈধ ভোটের ৪৮.৭৯ শতাংশ। কংগ্রেস পেয়েছিল ৪১.৬৮ শতাংশ ভোট। নির্দলদের ঝুলিতে গিয়েছিল ৬.৩৪ শতাংশ ভোট। এবার, অবশ্য গুজরাটে বিজেপি-কংগ্রেসের দ্বিপাক্ষিক দ্বন্দ্বে, তৃতীয় পক্ষ হিসেবে ভাগ বসাচ্ছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। দিল্লি, পঞ্জাবের পর তৃতীয় রাজ্য হিসেবে পার্বত্য রাজ্যে ছাপ ফেলার আশা দেখছে তারা।
অন্যদিকে গুজরাট বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি। ১৮২ সদস্যের বিধানসভায় বিজেপির ১১১ জন এবং কংগ্রেসের ৬২ জন বিধায়ক আছেন। তবে এই রাজ্যের নির্বাচন কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি, প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে গুজরাট ও হিমাচল প্রদেশে সফর করেছিলেন।