মুম্বই: ফের সমন পাঠানো হল মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ(Anil Deshmukh)-র কাছে। শনিবারই ইডি দফতরে তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও আইনজীবীদের মারফত তিনি অতিরিক্ত কিছু সময়ের আবেদন জানান। এরপরই ইডি (ED) আগামী সপ্তাহের শুরুতেই অনিল দেশমুখকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
শুক্রবার অনিল দেশমুখের নাগপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি (ED)। তাঁর ব্যক্তিগত সচিব ও সহকারী সঞ্জীব পালান্দে ও কুন্দন শিন্ডের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। রাতেই দুজনকে গ্রেফতার করা হয়।
এরপরই শনিবার মুম্বইয়ের পূর্ব বল্লাড এলাকায় ইডি দফতরে সকাল ১১টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অনিল দেশমুখকে। তবে ৭১ বছর বয়সী এনসিপি নেতা জানান, তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাঁর আইনজীবীরা আরও কিছুদিন সময় চেয়ে তদন্তকারী সংস্থার কাছে আবেদন জানান।
সেই আবেদন শুনেই আগামী সপ্তাহের মঙ্গলবারের মধ্যে ইডি দফতরে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অম্বানীকাণ্ডে পুলিশ কমিশনার পরমবীর সিংকে বদলির পরই তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে। পরে সিবিআই তদন্তও শুরু হয়। এরপরই আর্থিক তছরূপের মামলা দায়ের করে ইডি। সূত্রের খবর, ইডি আধিকারিকরা ৪ কোটি টাকা তছরূপের খোঁজ পেয়েছেন। অম্বানীকাণ্ডে অভিযুক্ত সচিন ভাজ়ের মাধ্যমে হাতবদল হয়ে তা অনিল দেশমুখের কাছে এসেছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতারও হতে পারেন অনিল দেশমুখ।
আরও পড়ুন: Delhi Unlock Process: একদিনে আক্রান্ত মাত্র ৮৫, জিম-যোগা সেন্টার খোলার অনমুতিও মিলল দিল্লিতে