Delhi Unlock Process: একদিনে আক্রান্ত মাত্র ৮৫, জিম-যোগা সেন্টার খোলার অনুমতিও মিলল দিল্লিতে
Delhi Unlock: গত সপ্তাহেই দিল্লির দোকানপাটগুলিকে সপ্তাহ জুড়ে খোলার অনুমতি দেওয়া হয়। তবে মার্কেটের ক্ষেত্রে আংশিক দোকান খোলারই নির্দেশ দেওয়া হয়। রাজধানীতে খুলে গিয়েছে রেস্তরাঁ, বার, সেলুনও।
নয়া দিল্লি: একদিনে আক্রান্ত মাত্র ৮৫ জন। ছোট কোনও শহর নয়, এটাই রাজধানী দিল্লি(Delhi)-র বর্তমান করোনা চিত্র। রাজ্যে সংক্রমণ তলানিতে ঠেকতেই এ বার জিম, যোগা সেন্টার খোলার সিদ্ধান্ত নিল সরকার। সোমবার থেকেই খুলছে এই প্রতিষ্ঠানগুলি।
সংক্রমণের শুরুর দিকে অর্থাৎ গতবছরের ১ মে দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৫ জন। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলিয়ে ফের একবার নিম্নমুখী সংক্রমণ। চলতি মাসের শুরু থেকেই যে আনলক (Unlock) প্রক্রিয়া শুরু হয়েছে, তাও একধাপ এগিয়ে যাওয়া হল।
শনিবার এক সরকারি আধিকারিক জানান, সোমবার থেকে রাজ্যের সমস্ত জিম, যোগা সেন্টারগুলি খোলার অনুমতি মিলবে। অন্যদিকে বিয়ের অনুষ্ঠানেও দেওয়া হচ্ছে অনুমতি। ৫০ জন আমন্ত্রিত নিয়ে অনুষ্ঠান করা যাবে। গত সপ্তাহেই দিল্লির দোকানপাটগুলিকে সপ্তাহ জুড়ে খোলার অনুমতি দেওয়া হয়। তবে মার্কেটের ক্ষেত্রে আংশিক দোকান খোলারই নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই রাজধানীতে খুলে গিয়েছে রেস্তরাঁ, বার, সেলুনও।
আনলক শুরু হওয়ার পরই দিল্লির বাজারহাট, শপিং মলে যে পরিমাণ ভিড় দেখা যায়, তাতে ফের একবার আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করেছিলেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। এই বিষয়ে এইমসের প্রধান ডঃ রণদীপ গুলেরিয়া বলেছিলেন, “আনলক শুরু হতেই ফের একবার অসচেতন হয়ে পড়েছে সাধারণ মানুষ। ফলে আগামিদিনে ফের সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেই বাড়তি সংক্রমণ চোখে পড়তে কিছুটা সময় লাগবে।”
আরও পড়ুন: Covid 19 Vaccine: বয়স ১২-১৮? তবে টিকা পেতে দেরি নেই, শীঘ্রই আসছে আরেকটি স্বদেশি ভ্যাকসিন