ED Raid: সাতসকালে ইডির সঙ্গে ঝগড়া, ৬ ঘণ্টা বাদে গ্রেফতার AAP নেতা

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 02, 2024 | 1:26 PM

Aam Aadmi Party: ইডির হানার পরই আপ নেতা ভিডিয়ো পোস্ট করে বলেন, "তল্লাশির নাম করে ইডি আমায় গ্রেফতার করতে এসেছে। আমার শাশুড়ি ক্যানসারের রোগী। চারদিন আগেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। আমাদের বাড়িতেই রয়েছেন। ইডিকে আমি এ কথা জানিয়েছি।"

ED Raid: সাতসকালে ইডির সঙ্গে ঝগড়া, ৬ ঘণ্টা বাদে গ্রেফতার AAP নেতা
ইডি আধিকারিকের সঙ্গে আপ নেতার ঝগড়া।
Image Credit source: X

Follow Us

নয়া দিল্লি: সাতসকালেই আপ নেতার বাড়িতে হাজির ইডি। আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্তেই সোমবার আম আদমি পার্টির নেতা আমানাতুল্লাহ খানের বাড়িতে হানা দেয় ইডি। এদিকে, ইডি আসতেই আপ নেতা এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন যে তল্লাশি চালানোর নামে ইডি এসেছে তাঁকে গ্রেফতার করতে। শেষ খবর অনুযায়ী, ৬ ঘণ্টার তল্লাশির পর গ্রেফতার করা হয়েছে আপ নেতা আমানাতুল্লাহ খানকে।

সূত্রের খবর, দিল্লির ওয়াকফ বোর্ডে নিয়োগ এবং ওয়াকফের জমি লিজ দেওয়া নিয়েই আর্থিক তছরুপ হয়েছে। সেই সংক্রান্ত মামলার তদন্তেই আজ আপ নেতা আমানাতুল্লাহ খানের বাড়িতে হানা দেয় ইডি।

দেখা যায়, ইডি আধিকারিকের সঙ্গে তর্ক করছেন আপ নেতা। তাঁকে বলতে শোনা যায়, “আমার চার সপ্তাহ সময় চাই”, জবাবে ইডি আধিকারিক বলেন, “আপনার কেন মনে হচ্ছে যে আমরা আপনাকে গ্রেফতার করব?” পাল্টা আমাানাতুল্লাহ খান বলেন, “নাহলে আপনারা এসেছেন কেন?”, পিছন থেকে আপ নেতার স্ত্রীও বলেন, “৩ কামরার ঘরে আপনারা কী তল্লাশি করবেন? প্রতিবার আমাদের ঘর তোলপাড় করবেন আপনারা। যদি আমার মায়ের কিছু হয়, তবে আপনাদের আদালতে নিয়ে যাব।”

ইডির হানার পরই আপ নেতা ভিডিয়ো পোস্ট করে বলেন, “তল্লাশির নাম করে ইডি আমায় গ্রেফতার করতে এসেছে। আমার শাশুড়ি ক্যানসারের রোগী। চারদিন আগেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। আমাদের বাড়িতেই রয়েছেন। ইডিকে আমি এ কথা জানিয়েছি।”

ইডির বিরুদ্ধেই অভিযোগ করে আপ নেতা বলেন, “বিগত দুই বছর ধরে ওরা (ইডি) আমায় হেনস্থা করছে, মিথ্যা মামলায় আমার নাম জড়াচ্ছে, সমস্যা তৈরি করছে। এভাবেই আমাদের গোটা দলকে হেনস্থা করছে। ওদের লক্ষ্য একটাই, যেভাবে হোক আমাদের দলকে ভাঙা। আমি ওখলার মানুষদের বলব, আমার জন্য প্রার্থনা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সব কাজ করে দেব। চিন্তা করবেন না, আমরা ভয় পাব না।”

এদিকে, ইডি হানার খবর পেয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং একযোগে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন। মণীশ সিসোদিয়া বলেন, “ইডির এখন এই একটাই কাজ রয়েছে। যারাই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হবে, তাদের কণ্ঠরোধ করা। যারা ভাঙবে, মচকাবে না, তাদের জেলে ভরা।”

প্রসঙ্গত, এই দুই নেতাই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে জামিনে মুক্ত তারা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article