Sanjay Raut: মহারাষ্ট্র সঙ্কটের মধ্যেই ইডি ডাকল শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে, তলবের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 27, 2022 | 2:35 PM

ED: সঞ্জয়কে ইডি ডেকে পাঠাতেই বিষয়টি নিয়ে রাজনৈতির চাপানউতর শুরু হয়েছে। সঞ্জয়কে ডেকে পাঠানো বিজেপি-র রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন শিবসেনা নেতৃত্ব।

Sanjay Raut: মহারাষ্ট্র সঙ্কটের মধ্যেই ইডি ডাকল শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে, তলবের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল
সঞ্জয় রাউত

Follow Us

মুম্বই: মহারাষ্ট্রে শিবসেনা সরকারের টালমাটাল পরিস্থিতি অব্যাহত। বিদ্রোহী বিধায়কদের চাপে গদি উল্টে যাচ্ছে উদ্ধব ঠাকরের। এর মধ্য়েই চাপ বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ তথা শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ডেকে পাঠিয়েছে ইডি। প্রবীণ রাউত ও পাত্র চহ্বাল জমি কেলেঙ্কারি মামলায় জড়িত থাকার অভিযোগে সঞ্জয়কে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও তাঁর কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।

সঞ্জয়কে ইডি ডেকে পাঠাতেই বিষয়টি নিয়ে রাজনৈতির চাপানউতর শুরু হয়েছে। সঞ্জয়কে ডেকে পাঠানো বিজেপি-র রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন শিবসেনা নেতৃত্ব। সঞ্জয় রাউতও টুইট করে এর জবাব দিয়েছেন। অন্য দিকে তৃণমূলের মুখপাত্র সকেত গোখলেও ইডি-র তলব নিয়ে সঞ্জয়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধনা করেছেন। বিজেপি অবশ্য বলছে আর্থিক কেলেঙ্কারি খতিয়ে দেখাই ইডি-র কাজ।

সঞ্জয়ের তলব নিয়ে শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী টুইটে লিখেছেন, “বিজেপি-র প্রতি সত্যিকারের ভক্তি দেখাচ্ছে ইডি।” সঞ্জয় নিজে টুইটে লিখেছেন, “একটু আগেই জানতে পারলাম ইডি আমাকে তলব করেছে। ভাল! মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড়। আমরা, বালসাহেবের শিবসৈনিকরা বড় যুদ্ধে নেমেছি। এটা আমাকে থামানোর চক্রান্ত। যদি আমার মাথাও কেটে নাও, গুয়াহাটির রুটে যাব না। অ্যারেস্ট মি! জয় হিন্দ!”

 

তৃণমূলও এই তলব নিয়ে সরব হয়েছে। তৃণমূলের মুখপাত্র সকেত গোখলে টুইটে লিখেছেন, “প্রত্যাশা মতোই ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে। মোদী নির্লজ্জের মতো জরুরিঅবস্থা নিয়ে কথা বলে। এ দিকে তাঁর সরকার সরকারি এজেন্সিগুলিকে ক্রমাগত ব্যবহার করে যাচ্ছে বিরোধী নেতাদের বিরুদ্ধে।”

Next Article